আগামীকাল জাভিরা শিরোপা নিশ্চিত করলে যেভাবে হবে উদ্যাপন
লা লিগার ট্রফিটা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে বার্সেলোনা নারী দল। এ নিয়ে টানা ৪ বার লিগ শিরোপা জিতেছে বার্সার মেয়েরা। সর্বশেষ ৪ মৌসুম বিবেচনায় নিলে কাতালান ক্লাবটির মেয়েদের চেয়ে বেশ পিছিয়ে আছে ছেলেরা। ২০১৯ সালের পর আর লিগ জেতা হয়নি সের্হিও বুসকেতস–টের স্টেগেনদের।
আগামীকাল মাঠে নামার আগেই অবশ্য বার্সেলোনার ছেলেদের অপেক্ষা ফুরাতে পারে। আজ রিয়াল মাদ্রিদ ও কাল আতলেতিকো মাদ্রিদ পয়েন্ট হারালেই ৫ ম্যাচ হাতে রেখে শিরোপা জিতবে জাভি হার্নান্দেজের দল। রিয়াল আর আতলেতিকো বা এ দুই দলের যেকোনো একটি পয়েন্ট না হারালেও আগামীকালই শিরোপা জিততে পারবে বার্সা, যদি এস্পানিওলের বিপক্ষে তারা জেতে।
৩৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৮২, আতলেতিকোর ৬৯ আর রিয়ালের ৬৮। আগামীকাল জিতলে বার্সেলোনার পয়েন্ট হবে ৮৫। সে ক্ষেত্রে রিয়াল ও আতলেতিকো নিজেদের ম্যাচ জিতলেও ৪ ম্যাচ হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করবে বার্সা।
আলেক্সিয়া পুতেয়াস-আইতানা বোনমাতিদের পর রবার্ট লেভানডফস্কি–গাভিরাও চ্যাম্পিয়ন হলে স্বাভাবিকভাবেই বার্সেলোনা হয়ে উঠবে উৎসবের নগরী। ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করবে জাভির দল। তাদের সঙ্গে ট্রফি–প্যারেডে থাকবে মেয়েদের লিগ জেতা বার্সা নারী দলও। কোনো কারণে বার্সার ছেলে দল আগামীকাল চ্যাম্পিয়ন হতে না পারলে শুধু মেয়েরাই শিরোপা জয় উদ্যাপন করবে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, রোববার রাতে বার্সার ছেলেদের দল লিগ জিতলে সোমবার শহরের রাজপথে মেয়েদের সঙ্গে নিয়েই উদ্যাপনের পরিকল্পনা করেছে ক্লাব কর্তৃপক্ষ। সর্বশেষ বার্সা ছেলে ও মেয়ে দল একই বছর লিগ জিতেছিল ২০১৫ সালে। সেবার আলাদাভাবে হয়েছে বিজয় র্যালি।
এবার ছেলে ও মেয়ে দলের বাস আলাদা হলেও পাশাপাশি চলবে। আয়োজনও হবে একটাই। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টায় ক্যাম্প ন্যু থেকে শুরু হবে যাত্রা। শেষ হবে শহরের বিখ্যাত তোরণ আর্ক দে ত্রাইওমফে। কাতালুনিয়ায় ছাদখোলা বাসে এ ধরনের উদ্যাপনকে বলা হয় রুয়া।