বার্সেলোনার সঙ্গে ১৮ বছরের বন্ধন ছিন্ন করার ঘোষণা স্প্যানিশ ডিফেন্ডারের
দেখতে দেখতে ১৮টি বছর কেটে গেছে। বার্সেলোনার সঙ্গে সের্হি রবার্তোর দেড় দশকের এ বন্ধন আলগা হয়েছে গত ১ জুলাই, যেদিন তিনি কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তিহীন হয়ে পড়েন। ফুটবলের ভাষায় গত ১ জুলাই থেকে স্পেনের এই মিডফিল্ডার কাম ফুলব্যাক ফ্রি এজেন্ট।
চুক্তিহীন রবার্তো অবশেষে ঘোষণা দিয়েছেন যে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সেলোনাকে বিদায় বলবেন। পরবর্তী গন্তব্য কোথায়, ৩২ বছর বয়সী রবার্তো তা এখনো জানাননি। তবে তাঁর ঘনিষ্ঠজনদের কাছ থেকে পাওয়া খবর, স্প্যানিশ এই ডিফেন্ডার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে চান।
বার্সাকে বিদায় বলে দেওয়ার ঘোষণাটা রবার্তো দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো রবার্তোর ঘনিষ্ঠজনদের বরাতে খবর দিয়েছে যে তিনি আগামীকাল অডিটরিয়াম ১৮৯৯–এ এক সংবাদ সম্মেলন করে বার্সেলোনার সমর্থকদের আনুষ্ঠানিক বিদায় বলবেন।
২০০০ সালে সানতেস ক্রেউসের যুব দল দিয়ে ফুটবল–যাত্রা শুরু করেন রবার্তো। চার বছর পর নাম লেখান হিমানিসতিকের যুব দলে। বার্সেলোনার সঙ্গে তাঁর পথচলার শুরু ২০০৬ সালে, যুব দল দিয়ে।
২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রবার্তো খেলেন বার্সেলোনা ‘বি’ দলে। এর মধ্যেই ২০১০ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তাঁর। সেই থেকে সর্বশেষ মৌসুম পর্যন্ত ১৪ বছরে বার্সেলোনার হয়ে ৩৭৩টি ম্যাচ খেলেন রবার্তো। ১৯টি গোল করার পাশাপাশি সহায়তা করেন সতীর্থদের ৩৯টি গোলে।
১৪ বছরের ক্যারিয়ারে বার্সেলোনায় রবার্তো জিতেছেন ২টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লা লিগা শিরোপা। এ ছাড়া তিনি জিতেছেন ৬টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।