ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: রাজশাহী পর্বের উদ্বোধন

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্বের উদ্বোধন হয়েছে আজপ্রথম আলো

রাজশাহীতে বর্ণিল আয়োজনে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্বের উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

এবারে রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চারটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। উদ্বোধন শেষে প্রথম ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়। দ্বিতীয় ম্যাচে আহ্‌ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে। এ দুই ম্যাচের বিজয়ীরা আজই বেলা আড়াইটায় রাজশাহী অঞ্চলের ফাইনাল খেলবে। আঞ্চলিক ফাইনালের জয়ী দল আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে সুযোগ পাবে।

আজ উদ্বোধনী ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬-১ গোলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নোয়েল ত্রিপুরা (জার্সি ২০)।

প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টটিতে সারা দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। গত সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এই ফুটবল উৎসবের চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হয়। এতে ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি, খুলনা ও রাজশাহীর ৪টি করে বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ঢাকায় আগামী ৯ ডিসেম্বর।

রাজশাহীর পর্বের প্রথম ম্যচে মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রথম আলো

রাজশাহীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন আহ্‌ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুল ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মো. সাইদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গৌতম কুমার সরকার, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্য নারায়ণ ভৌমিক।

আরও পড়ুন
রাজশাহী অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য
প্রথম আলো

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে তিন লাখ টাকা পুরস্কার। আয়োজনটির সম্প্রচার সহযোগী এটিএন বাংলা।

গত বছর ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে ৩২টি দল অংশ নিয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়। তবে এবারই রাজশাহী অঞ্চলে প্রথমবারের মতো টুর্নামেন্টটি হচ্ছে।

আরও পড়ুন