আর্জেন্টিনার ‘বস’ মেসিকে বার্সেলোনায় যাওয়ার পরামর্শ অঁরির
ম্যাচ শুরুর আগে মাঠের পর্দায় খেলোয়াড়দের ছবি দেখিয়ে পিএসজির একাদশ ঘোষণা করা হচ্ছিল। লিওনেল মেসির ছবি ভেসে উঠতেই পিএসজির সমর্থকেরা দুয়ো দিতে শুরু করেন। ঘরের মাঠে লিওঁর কাছে ম্যাচটি হারার পর আরও একবার আর্জেন্টিনার বিশ্বকাজয়ী অধিনায়ককে দুয়ো দিয়েছে তারা।
এমন ঘটনার পর আরও একবার ফুটবল–বিশ্বে একটি প্রশ্ন ঘুরছে—এরপরও কি মেসি প্যারিসে থাকবেন? প্রশ্নটা আসলে ঘুরছে অনেক দিন থেকেই। বিশেষ করে পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে না দেখে। এখন তো ফুটবল আকাশে জোর গুঞ্জন—মেসি আবার বার্সেলোনায় ফিরতে পারেন। তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ থিয়েরি অঁরিও মেসি ‘আর্জেন্টিনার বস’ উল্লেখ করে তাঁকে ক্যাম্প ন্যুতে ফেরার পরামর্শ দিয়েছেন।
মেসিকে দুয়ো দেওয়ায় পিএসজির সমর্থকদের সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড অঁরি বলেছেন, ‘পার্ক দে প্রিন্সেসে (নিজেদের সমর্থকদের) দুয়ো শোনাটা লজ্জার বিষয়। আপনি দলের অন্যতম সেরা খেলোয়াড়কে দুয়ো দিতে পারেন না। সে (চলতি মৌসুমে) ১৩টি গোল করেছে, ১৩টি গোলে করেছে সহায়তা।’
২০০৭ থেকে ২০১০—এই তিন মৌসুম বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন অঁরি ও মেসি। সাবেক সতীর্থকে আবার বার্সেলোনায় ফেরার পরামর্শ এভাবে দিয়েছেন অঁরি, ‘এটা কোনো তথ্য নয়। এটা আমার আশা যে ফুটবলের ভালোবাসার জন্য মেসি আবার বার্সেলোনায় ফিরুক।’
মেসির প্রতি পিএসজি সমর্থকদের আচরণ রূঢ় হতে শুরু করে মূলত বায়ার্ন মিউনিখের কাছে হেরে দলটি চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর। কিন্তু অঁরি তাদের উদ্দেশে বলেছেন, ‘তিনজন কনডাক্টর নিয়ে একটি অর্কস্ট্রা দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। আর্জেন্টিনায় সে বস। আপনি দেখেন, আর্জেন্টিনায় খেলোয়াড়েরা তাকে কীভাবে দেখে। তারা তার জন্য মরতেও পারে। এখানে বিষয়টি ভিন্ন।’