২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জাপানের ফুটবলারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

জাপান জাতীয় দলের ফুটবলার জুনিয়া ইতোএএফপি

জাপান জাতীয় দলের ফুটবলার জুনিয়া ইতোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দুই নারী। ৩০ বছর বয়সী মিডফিল্ডার ঘটনা অস্বীকার করলেও পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগের পর তদন্ত চলছে।

ফরাসি ক্লাব রেঁসে খেলা ইতো জাপান জাতীয় দলের নিয়মিত মুখ। বর্তমানে কাতারের দোহায় জাপানের হয়ে এশিয়ান কাপে খেলছেন তিনি।

ইতোর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ পেয়েছি। এ নিয়ে তদন্তও শুরু হয়েছে।’ তবে কে বা কারা কী ধরনের অভিযোগ করেছেন, এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

এশিয়ান কাপে জাপানের সর্বশেষ ম্যাচে জুনিয়া ইতোকে নামানো হয়নি
এএফপি

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ইতোর বিরুদ্ধে দুই নারী যে অভিযোগ করেছেন, সেটি গত বছরের জুনে ওসাকায় জাপান–পেরু আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পরে ঘটেছিল। তবে ইতোর আইনজীবী বার্তা সংস্থা কিয়োদো নিউজের কাছে অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তবে নাম উল্লেখ না করা ওই আইনজীবী জানান, ইতো দুই নারীর সঙ্গে সময় কাটিয়েছিলেন। কিন্তু অভিযোগ সত্য হওয়ার মতো কোনো শারীরিক সম্পর্কের প্রমাণ নেই।

আরও পড়ুন

এশিয়ান কাপের দলে থাকা ইতো জাপানের হয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই মাঠে নেমেছিলেন। বুধবার শেষ ষোলোয় বাহরাইনের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকলেও তাঁকে নামাননি কোচ। ইতোর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করা হলে জাপান দলের কোচ হাজিমে মরিয়াসু এএফপিকে বলেন, ‘আমি এ বিষয়ে পুরোপুরি অবগত নই। ব্যাপারটা আমাকে জানতে হবে।’

২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া ইতো এখন পর্যন্ত জাপানের হয়ে ৫৪ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। ২০২২ সালে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র দল রেঁসে যোগ দিয়ে খেলেছেন মোট ৫০ ম্যাচ, গোল ৮টি।

আরও পড়ুন