এমএলএসের ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডে’র সেরা চারে মেসি
তাঁর কি বাজে দিন বলে কিছু নেই—যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখে এমন প্রশ্ন অনেকেই করছেন? মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর দলটির হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন মেসি। এই ৯ ম্যাচে গোল করেছেন ১১টি। জিতেছেন লিগস কাপের শিরোপা। দলকে তুলেছেন ইউএস ওপেন কাপের ফাইনালে।
এমএলএসে মেসির অভিষেক হয়েছে বাংলাদেশ সময় রোববার ভোরে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সেই ম্যাচে বদলি হিসেবে নেমেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ৬০ মিনিটে তিনি যখন বদলি হিসেবে মাঠে নামেন, ইন্টার মায়ামি ১-০ ব্যবধানে এগিয়ে। ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ইন্টার মায়ামি শেষ পর্যন্ত ম্যাচটি জেতে ২-০ গোলেই।
এমএলএসের অভিষেকে করা গোলটি তাঁকে যুক্তরাষ্ট্রের ফুটবলে এনে দিতে পারে প্রথম ব্যক্তিগত পুরস্কার। গোলটি যে ‘গোল অব দ্য ম্যাচ ডে’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এ ছাড়া এমএলএসের সপ্তাহের সেরা দলে বদলি খেলোয়াড়ের তালিকায় আছেন মেসি।
গোলটি করতে নিউইয়র্ক রেড বুলসের সীমানায় আক্রমণের শুরুটা করেছিলেন সের্হিও বুসকেতস। বাঁ দিকে তিনি দুর্দান্ত একটি পাস দেন জর্দি আলবাকে। বার্সেলোনার সাবেক ডিফেন্ডার বাইসাইকেল কিকে বক্সের মধ্যে বল দেন মেসিকে। মেসি রেড বুলসের কয়েক ডিফেন্ডারকে কাটিয়ে বল দেন ডান দিকে এক সতীর্থকে। সেখান থেকে আসা বল খুব কাছ থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে জালে পাঠান মেসি।
অসাধারণ মুভ আর দুর্দান্ত ফিনিশিংয়ের কারণেই গোলটিকে মনোনয়ন দিয়েছে এমএলএস। ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডে’ পুরস্কারের জন্য এমএলএস চারজনকে মনোনয়ন দেয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে নির্বাচন করেন সেরা গোল।
সেরা গোলের জন্য মেসি ছাড়া মনোনয়ন পেয়েছেন আটালান্ডার সাবা লবজানিদজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। পুরস্কারটি যে মেসিই পাচ্ছেন, তা বলেই দেওয়া যায়। এই প্রতিবেদন লেখার সময়, এমএলএসের টুইটারে সেরা গোল নির্বাচনে মেসি পেয়েছেন ৮৯.১ শতাংশ ভোট।