মাচেরানো এখন মেসির কোচ

মেসি–মাচেরানো যখন সতীর্থএএফপি

আবারও পথ মিলে গেল লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানোর। জাতীয় দলের দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে আবারও একত্রে কাজ করার সুযোগ পাচ্ছেন মাচেরানো। তবে সতীর্থ নয়, এবার মেসির গুরু হিসেবেই কাজ করবেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার। মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাচেরানো। শুধু জাতীয় দলেই নয়, দুই আর্জেন্টাইন তারকা এর আগে বার্সেলোনাতেও সতীর্থ ছিলেন।

মাচেরানো ইন্টার মায়ামিতে জেরার্দো মার্তিনোর জায়গা নিলেন। মার্তিনো গত সপ্তাহে ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপরই নতুন কোচের সন্ধানে নামে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটি। মঙ্গলবার মাচেরানোকে নতুন কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে সেই কাজ সেরেছে ইন্টার মায়ামি।

মায়ামির কোচ হওয়ার আগে মাচেরানো সর্বশেষ কোচ ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের। সেই মাচেরানোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে মায়ামি। চুক্তিসংক্রান্ত আরও কিছু কাজ সারার পর মেসিদের সঙ্গে কাজ শুরু করবেন ৪০ বছর বয়সী মাচেরানো।

ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস জানিয়েছেন, কেন তাঁরা মাচেরানোকে কোচ হিসেবে নিয়োগ দিলেন, ‘এই কাজে এমন একজনকে দরকার ছিল, যিনি কিনা আমাদের বিশ্বতারকা ও অন্য খেলোয়াড়দের প্রতিভার সর্বোচ্চটা বের করে আনতে পারবেন। হাভিয়ের (মাচেরানো) ফুটবল–বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলে ও আন্তর্জাতিক যুব ফুটবলের কোচিং করিয়ে অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।’

বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন মেসি ও মাচেরানো
এএফপি

ইন্টার মায়ামির আরেক সহমালিক ডেভিড বেকহামেরও বড় আশা নতুন কোচকে নিয়ে, ‘হাভিয়ের সব সময়ই প্রমাণ দিয়ে এসেছে, কেন সে বড় খেলোয়াড়। দৃঢ় প্রতিজ্ঞা, জানাশোনা, সহজাত প্রবৃত্তি ও খেলাটা ভালোভাবে বোঝা—সবকিছুই তাকে সেরা বানিয়েছে। তার হাতে দায়িত্ব তুলে দিতে পেরে আমরা রোমাঞ্চিত।’

মাচেরানোর সঙ্গে শুধু মেসির পুনর্মিলনই হচ্ছে না, আর্জেন্টাইন তারকার পুনর্মিলন হচ্ছে সাবেক তিন বার্সেলোনা তারকা জর্দি আলবা, সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেজের সঙ্গেও।

আরও পড়ুন
ইন্টার মায়ামির মতো ক্লাবের কোচ হওয়াটা আমার জন্য সম্মানের। আমি সুযোগটার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চাই।
হাভিয়ের মাচেরানো

মেসিদের কোচ হয়েই মাচেরানো জানিয়ে দিলেন নিজের লক্ষ্যের কথা, ‘ইন্টার মায়ামির মতো ক্লাবের কোচ হওয়াটা আমার জন্য সম্মানের। আমি সুযোগটার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চাই। প্রতিষ্ঠানটির উচ্চাকাঙ্ক্ষা ও অবকাঠামো আমাকে সেটি করতে সাহায্য করবে। আমি ইন্টার মায়ামির লোকজনের সঙ্গে কাজ করে ক্লাবটিকে নতুন উচ্চতায় তুলতে মুখিয়ে আছি। আমি সমর্থকদের অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিতে চাই।’

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের কোচ ছিলেন মাচেরানো
এএফপি

মাচেরানোর ইন্টার মায়ামির কোচ হওয়ার পেছনে ভূমিকা রেখেছেন মেসিও। মার্তিনো দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পরই ক্লাবকর্তা মেসির কাছে জানতে চেয়েছিলেন, কাকে তিনি পরবর্তী কোচ হিসেবে দেখতে চান।

আর্জেন্টিনার রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাচেরানো খেলেছেন ব্রাজিলের করিন্থিয়ানস, ইংল্যান্ডের ওয়েস্ট হাম ও লিভারপুল এবং স্পেনের বার্সেলোনায়। বার্সার হয়ে পাঁচবার লা লিগা জেতা মাচেরানো জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগও।

আরও পড়ুন