রিয়াল সতীর্থ অবসরে পাঠাতে চান, ক্রুস বললেন ‘এখনই শেষ নয়’

সংবাদ সম্মেলনে ক্রুসএএফপি

মে মাসে ঘোষণাটা দিয়ে রেখেছিলেন টনি ক্রুস। এবারের ইউরো শেষেই ফুটবলকে বিদায় বলে দেবেন তিনি। ক্রুসের সেই ঘোষণার পর এখন ইউরোতে নকআউট পর্বের প্রতিটি ম্যাচই ক্রুসের সম্ভাব্য শেষ ম্যাচ, অর্থাৎ জার্মানির হারের সঙ্গে নিশ্চিত হবে ক্রুসের বিদায়ও। আর মুদ্রার অন্য পিঠে জার্মানির জার্সিতে ক্রুস যদি পরের তিন ম্যাচে জয়ের দেখা পান, তাহলে ক্লাব ফুটবলের মতো তাঁর আন্তর্জাতিক ফুটবলের শেষটাও হবে শিরোপা দিয়ে।

ক্রুস নিজেও বলেছেন, স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই নিজের শেষ দেখছেন না তিনি। থামতে চান শিরোপা জিতে। ক্রুসের স্প্যানিশ সতীর্থ হোসেলু অবশ্য জার্মান তারকার বিদায়টা একটু আগেভাগে নিশ্চিত করতে চান। সেটি না হলে যে শেষ আটেই থেমে যাবে স্পেনের স্বপ্নযাত্রা।

আরও পড়ুন

এবারের ইউরোতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়িয়েছে জার্মানি ও স্পেন। কিন্তু সূচির প্যাঁচে এবার শেষ আটেই মুখোমুখি হতে যাচ্ছে দুই দল, অর্থাৎ জার্মানি ও স্পেনের মধ্যে যেকোনো একটি দলকে সেমিফাইনালের আগেই ইউরো থেকে বিদায় নিতে হবে।

ক্রুস অবশ্য নিজ দলের টিকে থাকার ব্যাপারে বেশ আশাবাদী। তিনি বলেছেন, ‘আমরা আরও কিছু সময়ের জন্য টুর্নামেন্টে থাকব। আমার মনে হয় না (শুক্রবারের) ম্যাচটি আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে।’

ক্রুস ও হোসেলু যখন রিয়াল মাদ্রিদ সতীর্থ
ইনস্টাগ্রাম

২০১৪ বিশ্বকাপে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ক্রুস ২০২১ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন। তবে কোচ ইউলিয়ান নাগলসমানের ডাকে সাড়া দিয়ে অবসর ভেঙে ফিরে আসেন। নিজের ফেরা নিয়ে ক্রুস বলেছেন, ‘আমার ফিরে আসার সঙ্গে ইউরো জেতার যে লক্ষ্য, সেটার সম্পৃক্ততা রয়েছে। যদি আমি দলের সঙ্গে এই অর্জনের সুযোগ না দেখতাম, তাহলে ফিরে আসতাম না।’

আরও পড়ুন

তবে ক্রুসের ইউরো জেতার স্বপ্ন শেষ আটেই থামিয়ে দিতে চান তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থ হোসেলু। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, এটাই তার শেষ ম্যাচ হবে। এটি এমন একটি ম্যাচ, যা তার থাকার কারণে বিশেষ নয়। এটা দুর্দান্ত একটি দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আমরা আশা করি, টনি (ক্রুস) শুক্রবার অবসরে যাবে। তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে এবং সে আমাকে অনেক পরামর্শও দিয়েছে। তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’