লা লিগা: ‘বার্থডে বয়’–এর গোলে জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেছেন ৮১ মিনিটে। লাস পালমাসের মাঠে রিয়াল মাদ্রিদ তখন ১-১ সমতায়। বদলি নামার ৩ মিনিট পর টনি ক্রুসের কর্নার থেকে বল পেলেন জটলার মধ্যে। মাপা হেডে বল জালে। ২৪তম জন্মদিনটা ঠিক এভাবেই রাঙিয়েছেন অঁরেলিয়ে চুয়ামেনি।
ফরাসি মিডফিল্ডারের শেষ দিকের এই গোলে লাস পালমাসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। যে জয় কার্লো আনচেলত্তির দলকে তুলে দিয়েছে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষেও।
৩ গোলের ম্যাচটিতে প্রথম গোল করে লাস পালমাস। গোলশূন্য প্রথমার্ধের বিরতির পর ৫৩ মিনিটে প্রতি–আক্রমণ থেকে লাস পালমাসকে এগিয়ে দেন হাভিয়ের মুনোজ। তবে সমতা আনতে খুব বেশি দেরি করেনি রিয়াল মাদ্রিদ। এদুয়ার্দো কামাভিঙ্গার বাড়ানো বল ধরে স্কোরলাইন ১-১ করেন ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ম্যাচে ছিলেন না জুড বেলিংহাম, যিনি চলতি মৌসুমে একাধিকবার শেষ দিকে গোল করে রিয়ালকে পয়েন্ট এনে দিয়েছেন। তবে কামাভিঙ্গার বদলি হিসেবে নেমে সেই কাজটিই করে দিয়েছেন চুয়ামেনি।
২১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৫৪, সমান ম্যাচে জিরোনার ৫২। ৪৫ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। লাস পাসমাস ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আটে।