ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত রেসলিং কিংবদন্তি বললেন, ‘বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল’
এ সময়ের ফুটবলে পোস্টার বয়দের একজন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই উইঙ্গার মাত্র ১৭ বছর বয়সেই তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন। ইয়ামালের ওপর ভর করেই এখন সাফল্য পেতে উন্মুখ স্পেন ও বার্সা। তবে ইয়ামাল শুধু ফুটবলে নয়, প্রভাব রাখছেন ফুটবলের বাইরেও।
গতকাল শুক্রবার বার্সেলোনায় ডব্লুডব্লুই স্ম্যাকডাউনে উপস্থিত হয়েও বেশ আলোড়ন তুলেছেন এই স্প্যানিশ তরুণ। যেখানে তাঁকে ডব্লুডব্লুইর চ্যাম্পিয়নের বেল্ট হাতেও দেখা গেছে।
এই বেল্টটি তাঁকে উপহার দিয়েছেন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন কোডি রোডস। পাশাপাশি তাঁকে নিয়ে কথা বলেছেন কিংবদন্তি রেসলার ট্রিপল এইচও। এ সময় ইয়ামালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দুই সতীর্থ আলেহান্দ্রো বালদে ও হেক্টর ফোর্ট।
রেসলিং উপভোগ করতে গিয়ে কিংবদন্তি রেসলার ট্রিপল এইচের সঙ্গে ছবিও তুলেছেন ইয়ামাল। পরে এই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইয়ামালের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রিপল এইচ লিখেছেন, ‘বার্সেলোনার ভবিষ্যৎ আগের চেয়ে এখন বেশি উজ্জ্বল। শোটা উপভোগ করো লামিনে।
একই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেছেন ইয়ামালও। ট্রিপল এইচের পাশাপাশি ইয়ামালেরর আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশক করেছেন আরেক রেসলিং তারকা ড্রু ম্যাকইনটায়ার। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দ্য চুজেন ওয়ান (নিয়তি নির্ধারিত ব্যক্তি)’।
মূলত ইউরোপিয়ান ট্যুরের অংশ হিসেবেই বর্ত
মানে ডব্লুডব্লুই আছে স্পেনের বার্সেলোনায়। এরপর তারা যাবে বেলজিয়াম, জার্মানি এবং স্কটল্যান্ডে। এরপর লন্ডনে গিয়ে ও’টু অ্যারেনায় আয়োজন করবে দুটি ব্লকবাস্টার ইভেন্টের। ২৮ মার্চ হবে স্ম্যাকডাউন এবং ৩১ মার্চ থাকবে আরএডব্লিউ (র) এর আয়োজন। সেখান থেকে তাদের গন্তব্য লাস ভেগাসে। যেখানে ১৯ এবং ২০ এপ্রিল হবে বছরের সবচেয়ে বড় আয়োজন রেসেলম্যানিয়া।