আতালান্তার কাছে হারের ‘হ্যাংওভার’ কাটেনি বলেই লিভারপুলের আবার হার

ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে হতাশ ইয়ুর্গেন ক্লপএএফপি

প্রায় ১৪ মাস সব প্রতিযোগিতা মিলিয়ে অভেদ্য ছিল অ্যানফিল্ড। অবশেষে লিভারপুলের অভেদ্য সেই দুর্গ গত বৃহস্পতিবার জয় করেছে আতালান্তা। অ্যানফিল্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে গেছে ইতালির ক্লাবটি। সেই হারের হ্যাংওভার বা খোয়ারি যেন কাটিয়ে উঠতে পারছে না লিভারপুল। প্রিমিয়ার লিগে গতকাল আবার নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল।

এই হারের পর লিগ শিরোপা জয়ের আশাও অনেকটাই কমে গেছে লিভারপুলের। ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে এখন তারা আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে আর্সেনালের অবস্থান দ্বিতীয় স্থানে। আর শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২ ম্যাচে ৭৩।

আরও পড়ুন
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের মনের অবস্থা জানাতে গিয়ে ক্লপ বলেছেন, ‘খুব, খু-উ-ব বাজে লাগছে।’
এএফপি

লিগের এমন সময় এসে এভাবে হোঁচট খাওয়াটা যেন মেনেই নিতে পারছেন না লিভারপুলের কোচ ক্লপ। ক্রিস্টাল প্যালেসের কাছে হারটি বেশ যন্ত্রণা দিচ্ছে লিভারপুলের জার্মান কোচকে। এই হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তাঁর মনে হয়েছে, আগের সপ্তায় আতালান্তার কাছে হারের হ্যাংওভার কাটিয়ে উঠতে না পারারই ফল এটা!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের মনের অবস্থা জানাতে গিয়ে ক্লপ বলেছেন, ‘খুব, খু-উ-ব বাজে লাগছে। এ থেকে বের হতে সময় লাগবে। এখানে দাঁড়িয়ে এই ম্যাচ নিয়ে আমার পক্ষে কথা বলাটা সত্যি খুব কঠিন।’

ক্লপ এরপর হারের কারণ বিশ্লেষণ করলেন এভাবে, ‘প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ দুটি ভিন্ন ম্যাচের মতো ছিল। প্রথমার্ধ খুব একটা ভালো ছিল না। এটা সর্বশেষ ম্যাচের (আতালান্তার কাছে হার) জেরই ছিল। আমরা সেটা থেকে বের হতে চেয়েছিলাম। কিন্তু আমরা যেভাবে চেয়েছি, সেভাবে কাজ করেনি।’

আরও পড়ুন