রোনালদো আবার ইউরোপে ফিরবে— বলছেন আল নাসর কোচ

আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি আড়াই বছরেররয়টার্স

সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার মধ্য দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপ-অধ্যায়ের সমাপ্তি ঘটে গেছে বলেই মনে করেন অনেকে। আল নাসরের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক পরিচিতির দিন রোনালদো নিজেও বলেছেন, ‘ইউরোপে আমার কাজ শেষ।’

তবে ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা আবারও ইউরোপে ফিরতে পারেন বলে মনে করেন খোদ আল নাসর কোচ রুডি গার্সিয়া। প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসলে সৌদি আরবের মালিকানা থাকায় ‘দুইয়ে দুইয়ে চার’ও মেলাচ্ছেন অনেকে।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ঘুরে ২০২১ সালে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই বছরের চুক্তি হলেও দেড় বছর পূর্ণ হওয়ার আগেই ইউনাইটেড ছেড়েছেন তিনি কোচ এরিক টেন হাগের সঙ্গে ঝামেলায় জড়িয়ে।

আরও পড়ুন

কাতার বিশ্বকাপের মধ্যেও ইউরোপে নতুন কোনো ইউরোপীয় ক্লাবে যোগ দেওয়ার চেষ্টা করে গেছেন রোনালদো। তবে মানানসই কোনো ক্লাব থেকে প্রস্তাব না পাওয়ায় বছরের শেষদিকে আল নাসরে নাম লেখানোর সিদ্ধান্ত নেন তিনি। চুক্তি অনুযায়ী আড়াই বছর সৌদি আরবের ক্লাবটিতে থাকবেন তিনি। যার অর্থ, ৪০ বছর বয়স পর্যন্ত এশিয়ান পর্যায়েই খেলবেন রোনালদো।

তবে আল নাসর কোচের সাম্প্রতিক মন্তব্য দিচ্ছে ভিন্ন ইঙ্গিত।

আরও পড়ুন

সৌদি কিংস কাপের ম্যাচের পর রোনালদোর ভবিষ্যৎ বিষয়ে কথা বলেছেন রুডি গার্সিয়া। ফরাসি এ কোচ বলেন, ‘সে আমাদের দলের জন্য ইতিবাচক সংযোজন। প্রতিপক্ষ ডিফেন্ডারদের এলোমেলো করে দিতে পারে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে আল নাসরে ক্যারিয়ার শেষ করবে না। ইউরোপে ফিরে যাবে।’

আল নাসরে দুই ম্যাচ খেলে এখনো গোল পাননি রোনালদো
রয়টার্স

এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে আল নাসরে পরিচিতি অনুষ্ঠানে রোনালদো বলেছিলেন, ‘ইউরোপে আমার কাজ শেষ। ইউরোপে আমার অনেক প্রস্তাব ছিল, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এমনকি পর্তুগাল থেকেও ছিল। তবে এই ক্লাবটিকে (আল নাসর) আমি কথা দিয়েছি। এটি শুধু ফুটবলেরই নয়, চমৎকার দেশটির অংশ হওয়ারও সুযোগ।’

আরও পড়ুন

আল নাসরে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন রোনালদো। একটি সৌদি প্রো লিগে, আরেকটি কিংস কাপে। কোনোটিতেই গোল পাননি সাবেক রিয়াল তারকা। আল ইত্তিহাদের কাছে হেরে কিংস কাপ থেকে বিদায়ও নিয়েছে তাঁর দল।
আল নাসরের পরের ম্যাচ শুক্রবার আল ফাতেহর বিপক্ষে।