২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পর্তুগাল দলের সতীর্থকে আল নাসরে নিতে রোনালদোর ফোন

কাতার বিশ্বকাপে রোনালদোর সঙ্গে ওতাভিওছবি: রয়টার্স

ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে মুক্ত খেলোয়াড় বা ক্যারিয়ারে ভাটার টান—এত দিন ইউরোপ থেকে এমন ফুটবলারদের দিকেই বেশি হাত বাড়িয়েছে সৌদি আরবের ক্লাবগুলো। ভাটার টানে চলে যাওয়া রোনালদো আর মুক্ত খেলোয়াড় হয়ে যাওয়া করিম বেনজেমার মতো তারকাকে এরই মধ্যে দলে টেনেছে সৌদি আরবের দুটি ক্লাব।

রোনালদোর ক্লাব আল নাসর এবার হাত বাড়িয়েছে ক্যারিয়ারের মধ্যগগণে থাকা পর্তুগিজ তারকা ওতাভিওর দিকে। ২৮ বছর বয়সী পোর্তো মিডফিল্ডারকে আল নাসর মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে বলে খবর। আর তাঁকে সৌদি আরবের ফুটবলে নিতে রোনালদোও চেষ্টা করছেন বলে খবর দিয়েছে পর্তুগালের সংবাদমাধ্যম ‘এ বোলা’।

আরও পড়ুন
সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: এএফপি

পর্তুগিজ সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি প্রো লিগের দল আল নাসরে নাম লেখাতে ওতাভিওকে বোঝানোর জন্য ফোন করেছিলেন রোনালদো। পোর্তোর সঙ্গে ওতাভিওর বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি। জুলাই পর্যন্ত তাঁর রিলিজ ক্লজ ৩ কোটি ১০ লাখ পাউন্ড। জুলাইয়ের পর এটা বেড়ে ৪ কোটি ৭০ লাখ পাউন্ড হবে।

কাতারে ২০২২ বিশ্বকাপে খেলা পর্তুগালের তারকা মিডফিল্ডার আল নাসরে নাম লেখালে বছরে ১ কোটি ২০ লাখ পাউন্ড বেতন পাবেন, এমনটাই খবর দিয়েছে এ বোলা। যেটা তাঁর পোর্তোর বেতনের চেয়ে পাঁচ গুণ বেশি।

আরও পড়ুন
পোর্তোর সঙ্গে ওতাভিওর চুক্তির মেয়াদ আরও দুই বছর আছে
ছবি: রয়টার্স

রোনালদোর সঙ্গে ওতাভিওর সর্ম্পক বেশ ভালো। কে জানে, সেই সম্পর্ক আর বিশাল অঙ্কের অর্থের টানে ইউরোপের ফুটবল ছেড়ে এই ২৮ বছর বয়সেই ওতাভিও সৌদি প্রো লিগের ক্লাবটিতে চলে যান কি না!