ছোট রুম, খাবার ভালো নয়, বেঙ্গালুরুতে হোটেল বদলাতে হলো জামাল ভূঁইয়াদের

বেঙ্গালুরুতে কাল রাতে হোটেলে চেক–ইন করছেন বাংলাদেশের ফুটবলাররাছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর পাঁচ দিন আগেই শুক্রবার মধ্যরাতে ভারতের বেঙ্গালুরু পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু প্রথম দিনটা ভালো কাটেনি জামাল ভূঁইয়াদের। বিমানবন্দরে নেমেই পড়তে হয়েছে দীর্ঘসূত্রতায়। এরপর শহরে পৌঁছে হোটেল পছন্দ হয়নি। তাই আজ সন্ধ্যার দিকে আবার হোটেল পরিবর্তন করতে হয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বেঙ্গালুরু থেকে ফোনে প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে আমরা হোটেল বুক করেছি যে ছবি দেখে, সে অনুযায়ী হোটেল ছিল না। রুমগুলো ছোট। আমাদের তা পছন্দ হয়নি। হোটেলের খাওয়াদাওয়া আর পরিবেশও আমাদের প্রত্যাশিত মানের ছিল না। ফলে বাধ্য হয়ে সকাল থেকে হোটেল খুঁজতে থাকি। সন্ধ্যার দিকে নতুন হোটেলে উঠেছি।’

আজ সন্ধ্যায় নতুন হোটেলে উঠেছে বাংলাদেশ দল
ছবি : বাফুফে

১৯ জুন থেকে দলগুলো সাফ ও স্বাগতিক ভারতের আতিথেয়তায় থাকবে। তার আগে নিজস্ব ব্যবস্থাপনাতেই থাকতে হবে বেঙ্গালুরুতে। তবে বাংলাদেশ আজ বিকেলে যে হোটেলে উঠেছে, সেটিতে সাফের দল ভারত ও কুয়েত উঠবে। বাংলাদেশও এই হোটেলে থাকার আগ্রহের কথা জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। অর্থাৎ এই হোটেল বাংলাদেশ দলের পছন্দ হয়েছে।

আরও পড়ুন

আমের খান জানান, বেঙ্গালুরু বিমানবন্দরে নেমেই নাকি বাংলাদেশ দলকে পড়তে হয়েছে ইমিগ্রেশন পার হওয়ার দীর্ঘসূত্রতায়। সব আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে বেরোতে বেরোতে তিন–চার ঘণ্টা সময় লেগেছে। ‘দলের সঙ্গে থাকা বিদেশিদের সবারই ভারতের ই-ভিসা। আর ই-ভিসাধারীদের অতিরিক্ত দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ইমিগ্রেশন পার হতে। ফলে তাদের জন্য আমাদের অপেক্ষা করতে হয় অনেকটা সময়। এমনিতেই ফ্লাইট দেরিতে এসেছে, তার ওপর বিমানবন্দরে এত সময় লেগে যাওয়া ক্লান্তিকরই ছিল আমাদের জন্য,’ বলেছেন আমের খান।

বেঙ্গালুরুতে প্রথম দিনটা ভালো কাটেনি বাংলাদেশ দলের
ছবি : বাফুফে

রাত প্রায় ২টা নাগাদ প্রায় ৪০ কিলোমিটার দূরের শহরে পৌঁছে দেখা গেল, হোটেলে রাতের খাবার নেই। ফলমূল যা ছিল, তা খেয়েই মোটামুটি রাতটা পার করেছেন বলে জানিয়েছেন আমের। তাঁর কথা, ‘খাবার এবং হোটেল—কোনোটাই মনমতো না হওয়ায় বেঙ্গালুরুতে প্রথম দিনটা আমাদের ভালো কাটেনি। তা ছাড়া ভ্রমণক্লান্তিতে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার সোহেল রানা। তার হালকা জ্বর এসেছে।’

২১ জুন ৮ দেশ নিয়ে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

আরও পড়ুন