ইউরোপে ইতালির সুদিন এবং অনন্য ফিওরেন্তিনা
ধুলো জমেছে ইতালিয়ান ক্লাবগুলোর ইউরোপিয়ান শিরোপার ক্যাবিনেটে। গত ১৩ বছরে ইতালিয়ান ক্লাবগুলোর শোকেসে জমা হয়নি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের নতুন কোনো শিরোপা। স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল, তবে ইউরোপে ইতালিয়ান ক্লাবগুলোর যে দিন গেছে, তা কি একেবারেই গেছে!
উত্তর মিলল এই মৌসুমেই। চ্যাম্পিয়নস লিগে ১৭ বছর পর কোয়ার্টার ফাইনালে তিন ইতালিয়ান ক্লাব উঠে আসার পর ইতালির সুদিন ফেরার সুবাস পাওয়া যাচ্ছিল। সেই সুবাস এখন আরও গাঢ়। না, ইউরোপে এই মৌসুমে এখনো কোনো কিছুই জেতা হয়নি ইতালিয়ান ক্লাবগুলোর। তবে ইতালির হারানো দিন ফেরার আভাস ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে।
ইউরোপা লিগে কাল রাতে সেমিফাইনাল ফিরতি লেগে বেয়ার লেভারকুসেনের মাঠে গোলশূন্য ড্র করে এএস রোমা। প্রথম লেগে ঘরের মাঠে ১–০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ১–০ গোলের জয়ে ফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাবটি। এর মধ্য দিয়ে ইউরোপে এবার এক মৌসুমে তিনটি আলাদা প্রতিযোগিতার ফাইনালেই ইতালিয়ান ক্লাবের উপস্থিতি নিশ্চিত হলো।
এর আগে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে ইন্টার মিলান ও ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে ইতালির আরেক ক্লাব ফিওরেন্তিনা। অর্থাৎ এবার তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালেই থাকছে ইতালিয়ান ক্লাব। তবু একটি শিরোপাও না জেতার ঝুঁকি যেমন থাকে, তেমনি ইউরোপের সব কটি শিরোপাই যেতে পারে ইতালিতে।
তিনটি ফাইনালে কী হবে—তা সময়ই বলে দেবে। আপাতত সর্বশেষ কবে তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফাইনালেই ইতালিয়ান ক্লাব উঠেছিল, তা জেনে নেওয়া যাক। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’ জানিয়েছে, সর্বশেষ ১৯৯৪ সালে এক মৌসুমে ইউরোপে তিনটি প্রতিযোগিতার ফাইনালেই ইতালিয়ান ক্লাব প্রতিনিধিত্ব করেছিল। সেবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এসি মিলান ৪–০ গোলে হারিয়েছিল বার্সেলোনাকে। উয়েফা কাপে (ইউরোপা লিগ) অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মিলান এবং অধুনালুপ্ত কাপ উইনার্স কাপে আর্সেনালের কাছে ১–০ গোলে হেরেছিল ইতালির আরেক ক্লাব পার্মা। অর্থাৎ সেবার ইউরোপে তিনটি প্রতিযোগিতার দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল ইতালিয়ান ক্লাব।
এবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এসি মিলানকে দুই লেগ মিলিয়ে ৩–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার। জোসে মরিনিওর রোমার ফাইনালে ওঠার পথটা আগেই জানানো হয়েছে।
আর কনফারেন্স লিগের সেমিফাইনালে সুইস ক্লাব বাসেলকে দুই লেগ মিলিয়ে ৪–৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফিওরেন্তিনা। ২০২১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে উঠে দারুণ এক ইতিহাসও গড়েছে ফিওরেন্তিনা। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপে চারটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলার রেকর্ড গড়েছে ক্লাবটি।
১৯৫৬–৫৭ মৌসুমে ইউরোপিয়ান কাপের (চ্যাম্পিয়নস লিগ) ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়ে হেরেছিল ফিওরেন্তিনা। কাপ উইনার্স কাপে ১৯৬০–৬১ ও ১৯৬১–৬২ মৌসুমে ফাইনাল খেলেছে তারা। উয়েফা কাপে (ইউরোপা লিগ) ফাইনাল খেলেছে ১৯৮৯–৯০ মৌসুমে আর কনফারেন্স লিগে তো ফাইনালে উঠল এবারই।