৪৪৬ দিন পর মাঠে ফিরে ৩ গোল হজম দে হেয়ার

দাভিদ দে হেয়াদাভিদ দে হেয়ার এক্স হ্যান্ডল

একসময় বিশ্বের সেরা গোলকিপারদের আলোচনায় তাঁর নাম উঠে এসেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১২ মৌসুম খেলে প্রিমিয়ার লিগ ও এফএ কাপও জিতেছেন। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় সপ্তমস্থানটিও তাঁর। কিন্তু গত বছর জুলাইয়ে ইউনাইটেডে চুক্তির মেয়াদ ফুরোনোর পর ক্লাবটিতে আর থাকা হয়নি দাভিদ দে হেয়ার।

নতুন চুক্তির আলোচনা ভেঙে পড়ার পর সেই মাসেই ক্লাব ছাড়েন স্প্যানিশ এই গোলকিপার। এরপর এক বছরের বেশি সময় ক্লাবহীন ছিলেন দে হেয়া। কোনো ক্লাবে যোগ দিতে না পারায় মাঠের বাইরে থাকতে হয় গত মৌসুমের পুরোটা। দীর্ঘ অপেক্ষার পর গত রাতে মাঠে ফিরেছেন সেই দে হেয়া, আর ফিরেই হজম করেছেন ৩ গোল। এর মধ্যে ১২ মিনিটের মধ্যেই ২ গোল!

আরও পড়ুন

ফ্লোরেন্সে ম্যাচটি ছিল ইউরোপা কনফারেন্স লিগ প্লে অফ প্রথম লেগের। ম্যাচে হাঙ্গেরির শীর্ষ লিগের ক্লাব পুসকাস আকাদেমিয়ার বিপক্ষে ৩–৩ গোলে ড্র করেছে ফিওরেন্তিনা। ইতালিয়ান এই ক্লাবে গত ৯ আগস্ট যোগ দেন দে হেয়া, আর এই ম্যাচই ছিল তাঁর প্রথম।

সিরি আ–তে গত শনিবার পার্মার বিপক্ষে ফিওরেন্তিনার ১–১ গোলে ড্র ম্যাচে তাঁর জায়গা হয়েছিল বেঞ্চে। কিন্তু কনফারেন্স লিগের প্লে অফে ফিওরেন্তিনার পোস্টের নিচে অভিষেকের সুযোগ পেয়ে যান ৩৩ বছর বয়সী এ গোলকিপার। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ ও ‘দ্য মিরর’ জানিয়েছে, দে হেয়া মাঠে ফিরেছেন ৪৪৬ দিন পর। সেই ফেরায় হার দেখতে না হলেও পাঁচটি শটের মুখোমুখি হয়ে ৩টিতেই গোল হজম তাঁর মোটেই ভালো লাগার কথা নয়।

নতুন ক্লাবের হয়ে অভিষেকের ৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল হজম করতে হয় দে হেয়াকে। ঠিক দিকে ডাইভ দিলেও হাঙ্গেরির সল্ট নাগির শট ঠেকাতে পারেননি। ৩ মিনিট পরই মিকাইল সইসালোর শটে ২–০ গোলে এগিয়ে যায় পুসকাস আকাদেমিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে এবং বিরতির পর ৭৫ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে ম্যাচে ঘুরে দাঁড়ানো থেকে এগিয়েও গিয়েছিল ফিওরেন্তিনা। কিন্তু ৮৯ মিনিটে পুসকাস আকাদেমিয়া সমতাসূচক গোল করে ম্যাচটি ড্র করে।

আরও পড়ুন

দে হেয়ার এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁকে খোঁচাও মেরেছেন। এক্সে এক ফুটবলপ্রেমীর পোস্ট, ‘দে হেয়া পাল্টাল না। ১১ (১২) মিনিটের মধ্যেই ২ গোল হজম করেছে।’ তবে দে হেয়ার সমর্থনেও পোস্ট করা হয়েছে। এমনই এক ফুটবলপ্রেমীর পোস্ট, ‘২০১৮ বিশ্বকাপের পর থেকেই সে বাজে ফর্মে। কিন্তু ইতিহাস পুনরায় না লিখি। দাভিদ দে হেয়া ক্লাব কিংবদন্তি।’

কনফারেন্স লিগ প্লে অফ প্রথম লেগে গতকাল অন্য ম্যাচে সুইস ক্লাব সারভেত্তেকে ২–০ গোলে হারিয়েছে চেলসি।