ফ্রান্সের বিশ্বকাপ জেতা স্টেডিয়াম কিনতে চায় পিএসজি

প্যারিসে অবস্থিত স্তাদ দে ফ্রান্সএএফপি

জিনেদিন জিদান ১৯৯৮ বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন এই মাঠে, পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরো জয়ের সাক্ষীও এই মাঠ। ফুটবলের পাশাপাশি ১টি করে রাগবি বিশ্বকাপ আর অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপের সঙ্গেও জড়িয়ে প্যারিসের স্তাদ দে ফ্রান্স নামের স্টেডিয়ামটি।

বিশ্ব ক্রীড়াঙ্গনের ইতিহাস গড়া অনেক মুহূর্তের জন্ম দেওয়া স্টেডিয়ামটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠটি কিনতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে পিএসজি। ফ্রান্সের গণমাধ্যমের সূত্রে এএফপি জানিয়েছে, ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাও স্তাদ দে ফ্রান্স কিনতে আগ্রহী।

পিএসজি ফ্রান্সের সরকারি মালিকানাধীন স্টেডিয়ামটি কিনতে চাইলেও বর্তমান জায়গায় থেকে যাওয়াকে অগ্রাধিকার দিচ্ছে। ১৯৭৩ সাল থেকে পার্ক দে প্রিন্সেসকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করে আসছে পিএসজি। এর মালিকানা কাউন্সিল অব প্যারিসের।

পিএসজির ‘হোম ভেন্যু’ পার্ক দ্য প্রিন্সেস
ফাইল ছবি

পিএসজি পার্ক দে প্রিন্সেস কিনে নিতে চাইলেও প্যারিসের মেয়র সেটি বিক্রিতে রাজি হচ্ছেন না। এমন অবস্থায় বিকল্প হিসেবে স্তাদ দে ফ্রান্স কেনার জন্য আনুষ্ঠানিকভাবে দরপ্রস্তাব দিয়েছে পিএসজি। তবে কী পরিমাণ অর্থ প্রস্তাব করা হয়েছে, তা জানা যায়নি।
২০২১ সালে স্তাদ দে ফ্রান্সের মূল্য ৭১ কোটি ২০ লাখ মার্কিন ডলার প্রাক্কলন করেছিল ফ্রান্স সরকার। দরপ্রস্তাব দেওয়ার জন্য প্রাথমিক সময়সীমা ছিল বৃহস্পতিবার। কাতারের মালিকানাধীন পিএসজি শেষ সময়ে আনুষ্ঠানিক দরপ্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সের ক্রীড়া দৈনিক লে’কিপ জানিয়েছে, ইউরোপীয় ফুটবলের কর্তৃপক্ষ উয়েফাও স্তাদ দে ফ্রান্স কিনতে চায়। সংস্থাটিকে প্রতিবছর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করতে হয় ভিন্ন ভিন্ন মাঠে। একটি স্টেডিয়াম কিনে নিলে সব বড় ম্যাচ সেখানে আয়োজনের পরিকল্পনা উয়েফার। এএফপি জানিয়েছে, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উয়েফা। তবে ফিফাও আগ্রহী বলে যে খবর প্রকাশিত হয়েছিল, সেটি অস্বীকার করেছে ফুটবলের বৈশ্বিক সংস্থাটি।

পিএসজি স্তাদ দে ফ্রান্স কিনতে চাইলেও তাদের মূল পরিকল্পনা এখনো পার্ক দ্য প্রিন্সেসকে ঘিরে। ক্লাবের একটি সূত্র এএফপিকে বলেন, ‘আমাদের এক, দুই ও তিন নম্বর পরিকল্পনা হচ্ছে পার্ক দ্য প্রিন্সেসে থাকা। চার নম্বরে স্তাদ দে ফ্রান্স।’
২০২৪ প্যারিস অলিম্পিকের মূল কেন্দ্র থাকবে স্তাদ দে ফ্রান্স। ২০২৫ সালের আগস্ট থেকে এটি নতুন মালিকানায় পরিচালিত হবে।

আরও পড়ুন