ঢাকার মাঠে রিচার্লিসনকে মনে করালেন দরিয়েলতন
ঢাকার মাঠে কত শত গোল হয়। কটা গোল মনে রাখেন দর্শকেরা? হাতে গোনা। আর সেই তালিকায় ওপরের দিকেই থাকবে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় করা ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের গোলটি। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে তিনি গোলটি করেন।
আর এই গোল করে সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে তাঁরই স্বদেশি রিচার্লিসনকে মনে করিয়ে দিলেন দরিয়েলতন। সার্বিয়ার বিপক্ষে বাঁ পাশ থেকে ক্রসে ভিনিসিয়ুসের বক্সে ঠেলা বল হালকা স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে একটু ওপরে তুলে নেন। এরপর শরীর বাঁকিয়ে শূন্যে উঠে বাইসাইকেল কিকে বল পাঠিয়ে দিলেন গোলের ঠিকানায়, যা অনেক দিন চোখে লেগে থাকার মতো।
পরে সেই গোল পায় কাতার বিশ্বকাপের সেরা গোলের মর্যাদা। দরিয়েলতনের গোলটিও অনেকটা সে রকম। ডান দিক থেকে রাকিবের বক্সে ভাসানো ক্রসে দরিয়েলতন নিজের শরীর পুরোপুরি বাতাসে ভাসিয়ে ডান পায়ের বাইসাইকেল কিকে করে দেন ১–০। কিংস অ্যারেনায় উপস্থিত দর্শকেরা অনেক দিন মনে রাখবেন গোলটি।
দরিয়েলতন গোলটি করেন ম্যাচের ২৭ মিনিটে। আর ওই গোল ধরে রেখে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ১–০ গোলে জিতেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে কিংসের এটি টানা পঞ্চম জয়।
গত প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডে এসেছিলেন দরিয়েলতন। গোল করে নজরও কাড়েন। আর সেটাই কাল হয়েছে আবাহনীর। দরিয়েলতনকে নিয়ে নিয়েছে কিংস। কিংসের জার্সিতে এ মৌসুমে প্রথম ম্যাচে দরিয়েলতন করে বসেন ৬ গোল।
ফকিরেরপুল ইয়ংমেনসের বিপক্ষে কিংস জেতে ১৪–০ গোলে। সেই থেকে নিয়মিতই তিনি গোল করছেন। ৯ গোল করে স্বাধীনতা কাপে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তবে সব ছাপিয়ে আজকের গোল তাঁকে নিয়ে এসেছে আলোচনায়।