২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মেসি–নেইমারের সঙ্গে প্রথম দেখায় যেমন লাগল জোকোভিচের

নিজের মেয়েকে নিয়ে পার্ক দে প্রিন্সেসে পিএসজির খেলা দেখতে গিয়েছিলেন জোকোভিচছবি: রয়টার্স

আরেকটি গ্র্যান্ড স্লাম জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন সার্বিয়ান টেনিস তারকা। শেষ পর্যন্ত ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতবেন কি না, সেটা সময়ই বলবে। তবে এবারের ফ্রেঞ্চ ওপেন খেলতে গিয়ে অন্য রকম এক ইচ্ছা পূরণ হয়েছে জোকোভিচের।

অনেক দিন ধরেই বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে ছিলেন জোকোভিচ। তাঁর সেই ইচ্ছা পূরণ হয়েছে। গত শনিবার ক্লেরমঁর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটি খেলেছে পিএসজি। প্যারিসে সে ম্যাচে মেসি খেললেও নেইমার খেলেননি। চোটের কারণে অনেক আগেই যে মৌসুম শেষ হয়ে গিয়েছে ব্রাজিল তারকার। না খেললেও দলের সঙ্গে লিগ শিরোপা জয় উদ্‌যাপন করতে পার্ক দে প্রিন্সেসেই ছিলেন নেইমার।

আরও পড়ুন
ফ্রেঞ্চ লিগ আঁর শিরোপা উদ্‌যাপন পিএসজির
ছবি: টুইটার

অন্য অনেকের মতো ম্যাচটি দেখতে পার্ক দে প্রিন্সেসে গিয়েছিলেন জোকোভিচ। ম্যাচ শেষে তাঁকে মেসি ও নেইমারের সঙ্গে দেখা করা আর কথা বলার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হন সার্বিয়ান তারকা।

মেসি ও নেইমারের সঙ্গে দেখা করা নিয়ে জোকোভিচ বলেছেন, ‘এই প্রথম আমি সরাসরি তাদের সঙ্গে দেখা করেছি। তারা অসাধারণ চ্যাম্পিয়ন। তাদের সঙ্গে দেখা হওয়াটা আনন্দ আর সম্মানের, বিশেষ করে মেসির সঙ্গে দেখা হওয়া। সে ফুটবলের ইতিহাসে অনন্যসাধারণ পদচিহ্ন রেখেছে।’

আরও পড়ুন
সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ
ছবি: এএফপি

মেসি–নেইমারদের সঙ্গে দেখা করতে কেন উন্মুখ ছিলেন, সে কথাও বলেছেন জোকোভিচ, ‘নেইমার তারার (জোকোভিচের মেয়ে) জার্সিতে সই করেছে। তারার গল্পটা মজার। সে খেলা দেখে না। কিন্তু ওর বিদ্যালয়ের এক বন্ধু আধা ব্রাজিলিয়ান, আধা সার্বিয়ান। সেই মেয়েটি নেইমারকে নিয়ে তৈরি গানের সঙ্গে নাচে। এ কারণেই সে তার (নেইমার) সঙ্গে দেখা করতে চেয়েছে।’

ক্লেরমঁর বিপক্ষে ম্যাচটি সেদিন হেরেছে পিএসজি। এতে কিছুটা হতাশ হয়েছেন জোকোভিচ, ‘এ ম্যাচ হারার আগেই তারা শিরোপা জিতেছে। এরপরও তাদের মতো তারকাদের কাছে প্রত্যাশা অনেক।’জোকোভিচ যোগ করেন, ‘তাদের কাছে অনেক প্রত্যাশা থাকে বলেই আমি বিরক্ত করতে চাইনি। তবে ম্যাচের আগে তারা লকার রুমে যাওয়ার আগে আমাকে দেখেছে এবং কাছে এসে হাই বলে গেছে।’

আরও পড়ুন