ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর পাচুকার বিপক্ষে খেলবে রিয়াল
মেক্সিকান ক্লাব পাচুকা ফুটবল–দুনিয়ায় খুব পরিচিত কোনো নাম নয়। তবে আগামী বুধবারের মধ্যে নিশ্চিতভাবেই অনেক ফুটবলপ্রেমীর কাছে পৌঁছে যাবে এই ক্লাব। বুধবার ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পাচুকা যে খেলবে ইউরোপিয়ান পরাশক্তি রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
শক্তি-সামর্থ্যে যোজন যোজন পিছিয়ে থাকলেও এই ম্যাচে রিয়ালকে চমকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবে মেক্সিকোর ক্লাবটি। আগামী বুধবার রিয়াল-পাচুকার শিরোপা নির্ধারণের লড়াইটি হবে লুসাইল স্টেডিয়ামে। এ মাঠেই ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স।
ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবেই সরাসরি জায়গা করে নিয়েছে রিয়াল। অন্য দিকে এই ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আজ পাচুকার মুখোমুখি হয়েছিল মিসরের সুপরিচিত ক্লাব আল আহলি। মিসরীয় ক্লাবটি ফেবারিট হলেও টাইব্রেকারে বাজিমাত করেছে পাচুকাই।
কাতারের দোহায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচ সমতায় থাকলে ফল নির্ধারিত হয় টাইব্রেকারে। যেখানে শেষ পর্যন্ত ৬-৫ গোলে ম্যাচ জিতে নেয় পাচুকা, যা দলটিকে চ্যালেঞ্জার কাপ জেতানোর পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালেও তুলে দিয়েছে।
এর আগে দ্বিতীয় রাউন্ডে আমেরিকান ডার্বিতে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর মুখোমুখি হয়েছিল পাচুকা। সেই ম্যাচ ৩-০ গোলে জিতেই চ্যালেঞ্জার কাপের লড়াইয়ে উঠে এসেছিল পাচুকা। যেই লড়াইয়েও আজ বাজিমাত করেছে পাচুকা।
ইন্টারকন্টিনেন্টাল কাপ নামের এই টুর্নামেন্ট মূলত আগের ক্লাব বিশ্বকাপের আদলেই গড়া। কিন্তু ক্লাব বিশ্বকাপ নামে সম্পূর্ণ নতুন ধরনের একটি আলোচিত টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী বছর, অর্থাৎ ২০২৫ সাল থেকে। তাই এই প্রতিযোগিতার আলাদা করে নাম দেওয়া হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ।