মায়ের জন্মদিন উদ্যাপন করতে উপহারসহ পর্তুগালে রোনালদো
মায়ের জন্মদিন!
সব সন্তানের জন্যই দিনটা বিশেষ। ক্রিস্টিয়ানো রোনালদোও ব্যতিক্রম নন। তবে মায়ের জন্মদিনে তাঁর পাশে থাকাটাকে রোনালদো বিশেষভাবেই গুরুত্ব দিয়ে থাকেন। শোনা যায়, রুশ মডেল ইরিনা শায়াকের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছিল মায়ের জন্মদিনে ‘সারপ্রাইজড’ উপস্থিতিতে রাজি না হওয়ার জেরে।
রোনালদোর মা দোলোরেস অ্যাভেইরোর জন্মদিন ৩১ ডিসেম্বর। ম্যাচের ব্যস্ততা না থাকলে এই দিনে পর্তুগালে গিয়ে মায়ের সঙ্গেই কাটান ‘সিআরসেভেন’। এবার আল নাসর তারকার ম্যাচ ছিল ৩০ ডিসেম্বর। সেদিন আল তাউনের বিপক্ষে ম্যাচটি খেলেই সৌদি আরব থেকে পর্তুগালের মাদেইরাতে চলে যান রোনালদো।
শুধু নিজেই যাননি, মায়ের জন্য একটা উপহারও হাজির করেন পর্তুগিজ তারকা। মায়ের ৬৯তম জন্মদিনে তাঁকে একটি পোরশে গাড়ি উপহার দিয়েছেন রোনালদো। এরপর মায়ের জন্মদিন ও নতুন বছর উদ্যাপনে আয়োজন করেছেন পার্টিও।
মাকে রোনালদোর গাড়ি উপহারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায় নাতি রোনালদো জুনিয়রের সঙ্গে গ্যারেজে ঢুকে গাড়ির কাছে যান দোলোরেস। একপর্যায়ে নাতিকে তিনি জড়িয়ে ধরেন। এ সময় তাঁর চোখ ছলছল করছিল। পরে গিয়ে গাড়ির চালকের আসনে বসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, সেজেগুজে পার্টি প্রাঙ্গণে ঢুকছেন দোলোরেস। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা রোনালদো মায়ের উদ্দেশে বলেন, ‘কেঁদো না, তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে।’ দোলোরেসের আনন্দময় এসব মুহূর্ত নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন কাতিয়া অ্যাভেইরো। কাতিয়া রোনালদোর দুই বোনের ছোটজন। তিনি মায়ের জন্মদিন উদ্যাপন নিয়ে লিখেছেন, ‘তিনি যদি খুশি হয়ে থাকেন, সেটা এ কারণে নয় যে উপহারটা দামি ছিল; বরং এ কারণে যে ছেলে তাঁকে মনে রেখেছে। আপনার মা–বাবাকে সম্মান করুন, আপনার দিনগুলো কল্যাণময় হবে।’
রোনালদো অবশ্য এবারই প্রথম মাকে উপহার দেননি; গত বছরের মা দিবসে দোলোরেসকে একটি মার্সিডিজ গাড়ি দিয়েছিলেন। এর আগে ২০২০ সালেও মাকে আরেকটি গাড়ি উপহার দেওয়ার খবর এসেছিল সংবাদমাধ্যমে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ারের মায়ের বিশাল অবদানের কথা তুলে এনেছিলেন। ক্যারিয়ারে নানা ধাক্কার পরও হার না মানার মানসিকতায় ঘুরে দাঁড়ানোও মায়ের কাছেই শিখেছেন বলে জানিয়েছেন সেসব সাক্ষাৎকারে।