ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তি-কাণ্ডে চাকরি গেল কানাডা কোচেরও

বেভ প্রিস্টম্যানরয়টার্স

কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) গত বৃহস্পতিবার রাতে দেশের নারী অলিম্পিক ফুটবল দলের প্রধান কোচ পদ থেকে বেভ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে। প্যারিস অলিম্পিকে কানাডার নারী ফুটবল দল আসার আগেও ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সিএসএ।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিকে নিউজিল্যান্ডের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির কারণে নারী ফুটবল দলের সহকারী কোচ জেসমিন মান্ডার ও বিশ্লেষক জোয়ে লোমবার্ডিকে আগেই দেশে ফেরত পাঠিয়েছিল কানাডা। এরপর প্রিস্টম্যানকেও সরিয়ে দেওয়া হলো।

অলিম্পিকে মেয়েদের ফুটবলে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে কানাডা
এএফপি

সিএসএ প্রধান নির্বাহী কেভিন ব্লু বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে অতিরিক্ত এ তথ্য এসেছে যে প্যারিস অলিম্পিকের আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। নতুন এ তথ্যের ভিত্তিতে কানাডা সকার নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে প্যারিস অলিম্পিকের বাকি সময় এবং সম্প্রতি ঘোষিত স্বতন্ত্র পুনর্মূল্যায়ন শেষ হওয়ার আগপর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুন

নারী অলিম্পিক ফুটবলে কানাডা বর্তমান চ্যাম্পিয়ন। গতকাল প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারায় তারা।

এই ম্যাচের আগে নিউজিল্যান্ডের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে কানাডার বিপক্ষে। সে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে না থাকার ঘোষণা দিয়েছিলেন প্রিস্টম্যান।

রোববার গ্রুপ ‘এ’ থেকে ফ্রান্সের বিপক্ষে কানাডার দ্বিতীয় ম্যাচে প্রিস্টম্যানের ডাগ আউটে ফেরার কথা ছিল। কানাডা সকার জানিয়েছে, সহকারী কোচ প্যারিস অলিম্পিকে কানাডার নারী ফুটবল দলের দায়িত্ব নেবেন।