ইউরোপা লিগ: ফাইনালে দেখা হতে পারে ক্লপ–আলোনসোর
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র একটা সম্ভাবনা তৈরি করেছে—ফাইনালে দেখা হতে পারে লিভারপুলের বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপ আর তাঁর বিকল্প হিসেবে যাঁর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, সেই জাবি আলোনসো।
নিওনে আজকের ড্রয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালির ক্লাব আতালান্তাকে। আর এটাই চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় দুর্দম্যভাবে এগিয়ে যাওয়া লেভারকুসেন পড়েছে ড্রয়ের অন্য অর্ধে। আর তাতেই দুদলের ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কোয়ার্টার ফাইনালে জাবি আলোনসোর লেভারকুসেনের প্রতিপক্ষ ইংল্যান্ডের ওয়েস্ট হাম ইউনাইটেড। অন্য দুটি কোয়ার্টার ফাইনালে এসি মিলান খেলবে স্বদেশি ক্লাব এএস রোমার বিপক্ষে আর পর্তুগালের দল বেনফিকার প্রতিপক্ষ ফ্রান্সের অলিম্পিক মার্শেই।
প্রথম সেমিফাইনালে বেনফিকা-মার্শেই ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে লিভারপুল-আতালান্তা ম্যাচের জয়ী দল। দ্বিতীয় সেমিফাইনালে মিলান-রোমা ম্যাচের জয়ী দল খেলবে লেভারকুসেন-ওয়েস্ট হাম ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
শেষ ষোলোতে স্পার্তা প্রাগকে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলে পেছনে ফেলা লিভারপুল কোয়ার্টার ফাইনালে আতান্তার বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিট। আতালান্তা ইতালিয়ান সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় বর্তমানে ষষ্ঠ স্থানে আছে। এর আগে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। আতালান্তার মাঠে লিভারপুল জিতেছিল ৫-০ গোলে আর অ্যানফিল্ডে আতালান্তার জয় ছিল ২-০ গোলে।