২০৩৪ বিশ্বকাপে আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিড করেছে সৌদি আরব

২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের পথ পরিস্কারএক্স

২০৩৪ বিশ্বকাপের আয়োজক হতে সৌদি আরবের পথটা যে পরিষ্কার সেটা জানা গিয়েছিল গত বছর অক্টোবরে। বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর সৌদিই ছিল এই টুর্নামেন্ট আয়োজনের একমাত্র প্রার্থী। সে ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘বিড’–এর কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। তবে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ব্যাপারটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।

বিডের প্রচারণায় সৌদি আরব ফুটবল ফেডারেশন ‘গ্রোয়িং. টুগেদার’ নামে একটি স্লোগানও প্রকাশ করেছে। সে সঙ্গে প্রচারণার জন্য একটি লোগোও বের করা হয়েছে। এই লোগোয় বিভিন্ন রঙে রাঙানো ফিতা দিয়ে লেখা ‘৩৪’ সংখ্যাটি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার অংশ হিসেবে বেশ কিছু পোস্ট দিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন

বিডের প্রচারণায় প্রকাশ করা ৫০ সেকেন্ডের একটি ভিডিওও পোস্ট করেছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। যেখানে শুরুতেই দেখা যায়, আর্জেন্টিনার বিপক্ষে কাতার বিশ্বকাপে সৌদি আরবের জয়ের মুহূর্তটি। এরপর দেখা মেলে আল নাসরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ‘সিউ’ উদ্‌যাপনের এবং সতীর্থের সঙ্গে আল হিলালের জার্সিতে নেইমারের গোল উদ্‌যাপনও।

ভিডিওতে দেখা যায় করিম বেনজেমাকেও। এ ছাড়া বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক মুহূর্তকেও এই ভিডিওতে তুলে এনেছে তারা। নিজেদের এই প্রচারণায় তারা মূলত ‘আবেগ, স্পিরিট এবং সৌদি আরবের ফুটবল–বৈচিত্র্য’কে উদ্‌যাপন করেছে।

এক বিবৃতিতে এসএএফএফ বিড ইউনিটের প্রধান হামাদ আলবালাউই বলেছেন, ‘এই প্রচারণা সৌদি আরবের ৩ কোটি ২০ লাখ মানুষের আশা এবং স্বপ্ন দ্বারা চালিত হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে ফিফার কাছে সম্ভাব্য সেরা বিড জমা দেওয়া এবং আমাদের দেশকে গর্বিত করা। পাশাপাশি অ্যাসোসিয়েশনের ১৩০ সদস্য, যারা আমাদের ওপর আস্থা রেখেছে, তাদের প্রত্যাশাও পূরণ করার বিষয়টিও রয়েছে।’

এর আগে গত বছরের অক্টোবরে এক খবরে বিবিসি জানিয়েছিল, বিশ্বকাপ আয়োজনে প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার ব্যাপারে ফিফা–ঘোষিত সময়সীমা ফুরোনোর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া নিজেদের সরিয়ে নেয়। সে সময় ফুটবল অস্ট্রেলিয়া জানায়, ‘আমরা ২০৩৪ বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন

শুরুতে অবশ্য সৌদি আরব আগ্রহী ছিল মিসর এবং মরক্কোকে নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনে। কিন্তু গত বছর জুনে নিজেদের অবস্থান পরিবর্তন করে তারা। ফলে শতবর্ষীয় বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় স্পেন, পর্তুগাল ও মরক্কো, যেখানে তিনটি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আমেরিকা। এরপর সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে জন্য বিড করার খবর সামনে আসে।

কিন্তু মহাদেশীয় রোটেশনের কারণে এই বিশ্বকাপের জন্য কেবল এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের দেশগুলো বিশ্বকাপের আয়োজক হতে পারবে বলে জানায় ফিফা। এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে ইন্দোনেশিয়ার বিড করার খবরও শোনা গিয়েছিল। কিন্তু গত ১৯ অক্টোবর সবাই সৌদি আরবের বিডকে সমর্থন দেওয়ার ব্যাপারে একমত হয়। এ বছরের শেষে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম জানাবে ফিফা।