অপ্রতিরোধ্য! সর্বশেষ তিন ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স দেখে যে কারও এমনটাই মনে হতেই পারে। এ নিয়ে টানা তিন ম্যাচে রোনালদো যে গোল করলেন জোড়ায় জোড়ায়। পর্তুগালের জার্সিতে ইউরো বাছাইয়ে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন আল নাসরের হয়ে শুরু করেছেন। আল আদাহর বিপক্ষে আল নাসরের ৫-০ গোলের জয়ে রোনালদো গোল করেছেন দুটি। রোনালদোর পাশাপাশি তালিসকাও করেছেন জোড়া গোল।
সব মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে রোনালদো করলেন ৬ গোল। লিখটেস্টেইনের বিপক্ষে দুই গোল করার পর, লুক্সেবার্গের বিপক্ষেও রোনালদো বল জালে জড়িয়েছিলেন দুইবার।
আল আদাহর মাঠে ম্যাচটা শুরুই হয় রোনালদোকে দিয়ে। যদিও ম্যাচের চতুর্থ মিনিটে ব্যর্থ হয় রোনালদোর প্রচেষ্টাটি। এরপর অবশ্য নিজেদের সামলে নিয়ে বেশ কয়েকবার রোনালদোদের রক্ষণভাগের পরীক্ষা নেয় আল আদাহ। ৬ মিনিটে চেষ্টা করেও গোল পায়নি তারা। ১২ মিনিটেও আরেকবার আল নাসরকে পরীক্ষায় ফেলে আদাহ। যদিও সেই আক্রমণও আলোর মুখ দেখেনি। ১৪ মিনিটে ফ্রি-কিক পেয়েছিল আল নাসর। রোনালদো অবশ্য সেই ফ্রি-কিক নেননি, কোনো ফলও আসেনি। ১৫ মিনিট পর্যন্ত কোনো দলই অবশ্য সেভাবে আক্রমণ শানাতে পারেনি। গোলের দেখাও আর মেলেনি।
২৪ মিনিটে সম্ভাবনা জাগিয়েছিলেন রোনালদো। কিন্তু এবারও দলকে উদ্যাপনের উপলক্ষ্য এনে দিতে পারেননি পর্তুগিজ মহাতারকা। এরপর অবশ্য পরপর কয়েকটি আক্রমণে আল আদাহকে কাঁপায় আল নাসর, যদিও কাছাকছি গিয়ে গোলের দেখা পায়নি তারা। ২৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারেননি আবদুলরহমান ঘারিব। একটু পর আবারও কাছাকাছি গিয়েছিল আল নাসর। তবে এবারও মেলেনি কাঙ্ক্ষিত গোলটি। হেড থেকে তালিসকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন আদাহ গোলরক্ষক।
৪০ মিনিটে অবশ্য গোলের উপলক্ষ্য পেয়ে যায় আল নাসর। ডি-বক্সের ভেতর আবদুল্লাহ আল আমরি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পট কিকে রোনালদোর শটে সঠিক দিকে ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি আদাহ গোলরক্ষক। লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ‘সিআর সেভেন’। একটু পর ঠিকঠাক বলে মাথা ছোঁয়াতে পারলে কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি পেয়ে যেতে পারতেন রোনালদো।
বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল আল নাসর। আক্রমণের ধারায় ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রুডি গার্সিয়ার দল। এবার দলটিকে এগিয়ে দেন তালিসকা। ৬৬ মিনিটে আবারও দৃশ্যপটে রোনালদো। বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে আল নাসরের হয়ে ব্যবধান ৩-০ করেন পর্তুগিজ যুবরাজ।
৭৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা। যোগ করা সময়ে আয়মান ইয়াহিয়া আল নাসরের হয়ে ৫ম গোলটি করেন। বড় জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে আল নাসরকে। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৫৩, আল নাসরের ৫২।