ভিনিসিয়ুস শাস্তি পাচ্ছেন না, ভ্যালেন্সিয়ার সেই গ্যালারি বন্ধ
ভ্যালেন্সিয়ার মাঠে গত রোববার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পাশাপাশি লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেটি অবশ্য অন্য কারণে। যোগ করা সময়ে মেজাজ হারিয়ে ভ্যালেন্সিয়ার এক খেলোয়াড়কে আঘাত করেছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। এ জন্য দেখতে হয় লাল কার্ড।
ভিনিসিয়ুসের প্রতি দর্শকদের বর্ণবাদী আচরণ নিয়ে তোলপাড় শুরু হওয়ায় একটি বিষয় ঢাকা পড়ে গিয়েছিল। লাল কার্ড দেখায় স্বাভাবিকভাবেই ভিনিসিয়ুসের অন্তত এক ম্যাচ হলেও নিষিদ্ধ হওয়ার কথা। কিন্তু সেটি আর হচ্ছে না। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি কাল জানিয়েছে, ভিনির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে না। এর অর্থ হলো, রিয়ালের পরের ম্যাচটা খেলতে পারবেন ভিনিসিয়ুস।
ভ্যালেন্সিয়ার খেলোয়াড় হুগো দুরোর মুখে আঘাত করেছিলেন ভিনিসিয়ুস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান উইঙ্গারকে। এই লাল কার্ডের বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে অভিযোগ করেছিল রিয়াল মাদ্রিদ।
ফেডারেশনের কম্পিটিশন কমিটি তা আমলে নিয়ে কাল ভিনিসিয়ুসের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে। ভিনিসিয়ুসকে নিষিদ্ধ না করার ব্যাখ্যায় কম্পিটিশন কমিটি বলেছে, ‘রেফারি একটি ঘটনার খণ্ডিত অংশ দেখে সিদ্ধান্ত নিয়েছেন। আসলে কী ঘটেছে, তা পুরোপুরি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াও অসম্ভব ছিল।’
ভ্যালেন্সিয়ার মাঠে ভিনিসিয়ুস ম্যাচের ৭৩ মিনিটে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর থেকেই উত্তাল স্প্যানিশ ফুটবল। গ্যালারি থেকে তাঁকে ‘বানর’ বলে কটূক্তি করা হয়। ভিনিসিয়ুস তো মাঠে ও মাঠের বাইরে এর প্রতিবাদ জানিয়েছেনই, ফিফা সভাপতি থেকে ফুটবল–বিশ্বের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। স্পেনে এ নিয়ে তদন্তও চলছে। গ্রেপ্তারও হয়েছে একাধিক।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি আরেকটি সিদ্ধান্ত নিয়েছে। ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ার মারিও কেম্পেস স্ট্যান্ড থেকে ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী কটূক্তি করা হয়েছিল। এই স্ট্যান্ড আগামী পাঁচ ম্যাচ বন্ধ রাখার পাশাপাশি ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ভ্যালেন্সিয়া এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে ১০ দিন সময় পাবে। ভ্যালেন্সিয়া অবশ্য এ সিদ্ধান্তে খুশি হতে পারেনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’য় ক্লাবটির বিবৃতি প্রকাশ করা হয়েছে। ভ্যালেন্সিয়া মনে করছে, এই সিদ্ধান্ত ‘অন্যায্য এবং বিভ্রান্তিকর’। কারণ, সেদিনের ম্যাচের ঘটনায় স্পেনের ন্যাশনাল পুলিশ প্রমাণের ভিত্তিতে যে বিবৃতি দিয়েছে, তার সঙ্গে কম্পিটিশন কমিটির সিদ্ধান্ত ‘পরস্পরবিরোধী’ বলে মনে করছে ভ্যালেন্সিয়া।