রিয়ালের ১৬ নম্বর জার্সির অভিশাপ কি কাটাতে পারবেন এনদ্রিক

১৬ নম্বর জার্সি দেখাচ্ছেন এনদ্রিকএক্স

লক্ষ্য—রিয়াল মাদ্রিদের হয়ে সাফল্য পাওয়া। বাধা—১৬ নম্বর জার্সি।
রিয়ালের হয়ে এনদ্রিকের সাফল্যের পথে কোন বিষয়টি বড় বাধা হয়ে উঠতে পারে, সেটা উল্লেখ করতে গিয়ে তাঁর জার্সি নম্বরকে ইঙ্গিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। তারা এই জার্সিকে ‘অভিশপ্ত’ হিসেবে চিহ্নিত করেছে।

১৬ নম্বর জার্সির অভিশাপ সম্পর্কে জানার আগে এনদ্রিকের এই জার্সি পাওয়ার ইতিবৃত্তটি জেনে নেওয়া যাক। ব্রাজিলের হয়ে ১৮ বছর বয়সী এই ফুটবলারকে ৯ নম্বর জার্সি পরে খেলতে দেখা গেছে। পালমেরাইসেও তাঁর জার্সি নম্বর ছিল ৯। ধারণা করা হচ্ছিল, রিয়ালেও এই জার্সি পেতে যাচ্ছেন এনদ্রিক। কিন্তু আগেই ৯ নম্বর জার্সি তুলে দেওয়া হয় কিলিয়ান এমবাপ্পের হাতে।

আরও পড়ুন

শুরুতে অবশ্য এমবাপ্পের ১০ নম্বর জার্সি পাওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু লুকা মদরিচের সঙ্গে রিয়াল চুক্তি নবায়ন করলে জার্সিটি তাঁরই রয়ে যায়। পাশাপাশি মদরিচকে সম্মান দেখিয়ে এই জার্সি দাবিও করেননি এমবাপ্পে। যে কারণে এনদ্রিককে ভিন্ন কোনো জার্সিই বেছে নিতে হতো। শেষ পর্যন্ত এই স্ট্রাইকারকে দেওয়া হয়েছে ১৬ নম্বর জার্সি। পালমেরাইসেও একসময় এই জার্সি পরে খেলেছিলেন এনদ্রিক।

রিয়ালে অবশ্য এই জার্সির ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। গত এক দশকে মাতেও কোভাচিচ ছাড়া আর কেউই এই জার্সি পরে বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু কোভাচিচও সেভাবে রিয়ালের একাদশে নিয়মিত ছিলেন না। তাই রিয়ালের এই জার্সিকে ‘অভিশপ্ত’ হিসেবেই চিহ্নিত করা হচ্ছে।

গত এক দশকে এই জার্সির দিকে ফিরে তাকালে দেখা যায়, ২০১৪ সালে লুকাস সিলভা রিয়ালের হয়ে এই জার্সি পরে খেলেছেন। যিনি সব মিলিয়ে খেলতে পেরেছিলেন মাত্র ৪২৪ মিনিট। সিলভার পর এই জার্সি পরে দুই মৌসুম খেলছেন কোভাচিচ। একাদশে নিয়মিত না হয়েও প্রথম মৌসুমে ৩৪ ম্যাচে ১,৪১৪ মিনিট এবং দ্বিতীয় মৌসুমে খেলেছিলেন ৩৯ ম্যাচে ২,১৫৫ মিনিট।

তুলনামূলকভাবে বেশি সময় পেলেও কোভাচিচ কখনোই রিয়ালে নিজের সেরাটা খেলতে পারেননি। কোভাচিচের পর দুই মৌসুম বিরতি দিয়ে এই জার্সির ভার ওঠে হামেস রদ্রিগেজের কাঁধে। কলম্বিয়ার ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারও ১৬ নম্বর জার্সির অভিশাপ থেকে মুক্তি পাননি। এভারটনে যাওয়ার আগে এই জার্সিতে ১৪ ম্যাচে মাত্র ৭২৮ মিনিট খেলেছিলেন তিনি। এরপর এই জার্সির ভার পান বোর্হা মায়োরাল। এএস রোমায় যাওয়ার আগে তিনি খেলেছিলেন মাত্র ২১ মিনিট।

আরও পড়ুন

পরবর্তী সময়ে লুকা জোভিচ পুরো এক মৌসুমে ১৯ ম্যাচে ৫৫১ মিনিট মাঠে থাকার সুযোগ পান। আর ২০২২–২৩ মৌসুমে এই জার্সি পরে আলভারো ওদ্রিওজোলা। তিনি এই জার্সি পরে খেলেন ৬ ম্যাচে মাত্র ৯৩ মিনিট। কোভাচিচের পর থেকে হিসাব করলে এই জার্সি পরে ৭ বছরে সব মিলিয়ে খেলা হয়েছে ১,৩৯৩ মিনিট। এবার চলতি মৌসুমে এই জার্সি পরে খেলতে দেখা যাবে এনদ্রিককে। এখন ব্রাজিলিয়ান তারকা এই অভিশাপ তাড়াতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।