২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘ধন্যবাদ স্যার’—অ্যান্ডি মারেকে রোনালদিনিও

রোনালদিনিও ও অ্যান্ডি মারেরয়টার্স

রোনালদিনিওর জাদুকরি ফুটবলের প্রেমে অনেকেই পড়েছেন। কতজন যে কত প্রশংসাসূচক কথাই না বলেছেন রোনালদিনিওকে নিয়ে আর কতজনের প্রিয় ফুটবলার তিনি। সাধারণ ফুটবলপ্রেমী থেকে শুরু করে ফুটবল পণ্ডিত বা বিশ্লেষক, সতীর্থ অথবা প্রতিপক্ষ, বিভিন্ন দলের কোচ—রোনালদিনিওর খেলোয়াড়ি জীবনে তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেননি এমন ফুটবল-ভক্ত কমই আছেন।

রোনালদিনিওর অসংখ্য ভক্তের একজন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। টেনিস অনুশীলন করতে যখন বার্সেলোনায় গিয়েছিলেন, তখন থেকেই রোনালদিনিওর জাদুকরি ফুটবলের প্রেমে পড়েছিলেন। রোনালদিনিও খেলা ছেড়েছেন, তা–ও প্রায় এক দশক হয়ে গেছে। মারের রোনালদিনিও-মুগ্ধতা এখনো যেন যাচ্ছে না!

আরও পড়ুন

সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে রোনালদিনিওর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর হাইলাইটসের একটি ‘রিল’ পোস্ট করেছেন মারে। সেখানে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় অ্যাথলেটের বেড়ে ওঠা। ১৫ বছর বয়সে আমি যখন বার্সেলোনায় অনুশীলন করতে যাই, অনেকবারই তাকে সরাসরি দেখার সুযোগ পেয়েছি। সত্যিকারের একজন প্রতিভাবান। সব সময় হাসিখুশি।’

টেনিসকে নিজের খেলা হিসেবে বেছে নিলেও মারে একজন ফুটবল অন্তঃপ্রাণ মানুষ। ফুটবলে নিজের সবচেয়ে পছন্দের তারকাকে নিয়ে মারে এরপর লিখেছেন, ‘আমি তার ওয়ার্মআপ দেখতে আগেই মাঠে যেতাম। সে সব সময় অসাধারণ সব স্কিল বা ট্রিকস দেখাত। ঠিক ভিডিওর মতো।’

আরও পড়ুন

৩৬ বছর বয়সী টেনিস তারকা মারের থেকে পাওয়া প্রশংসার জবাব এক্সেই দিয়েছেন ৪৩ বছর বয়সী রোনালদিনিও। মারের প্রশংসার জবাবে ব্রাজিল ও বার্সেলোনার সাবেক প্লেমেকার লিখেছেন, ‘ধন্যবাদ স্যার।’