এবার ভিনিসিয়ুসকে গালি, মৃত্যু কামনা করে গান
ইউরোপীয় ক্লাব ফুটবলে ভিনিসিয়ুস জুনিয়র যেন সেই ঘণ্টা, যাঁকে এখন সবাই বাজাচ্ছেন। ফাউল করা, প্ররোচণার মাধ্যমে হলুদ কার্ড দেখা কিংবা বর্ণবাদী আক্রমণ—কী করা হচ্ছে না তাঁর সঙ্গে! মাঠে কিছুতেই এসব কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা।
কদিন আগে ভিনিসিয়ুসকে রক্ষা করার বার্তা দিয়েছিলেন থিবো কোর্তোয়া। কিন্তু রিয়াল মাদ্রিদ গোলরক্ষক সতীর্থ উইঙ্গারকে রক্ষা করতে পারলেন কই? নিষেধাজ্ঞার খড়্গ কাটিয়ে গত রাতে মাঠে ফিরে আবারও বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনি। সেই সঙ্গে প্রতিপক্ষ খেলোয়াড়দের বাজে ট্যাকল তো ছিলই।
ওসাসুনার মাঠ এল সাদার স্টেডিয়ামে রিয়ালের ২–০ ব্যবধানে জয়ের রাতে ভিনিসিয়ুসকে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিয়েছেন এক দর্শক। এমনকি ২২ বছর বয়সী ফুটবলারের মৃত্যু কামনা করে গ্যালারিতে গানও ধরেছিলেন ওসাসুনার সমর্থকেরা।
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। তখনই গ্যালারিতে থাকা কেউ একজন ভিনিসিয়ুসকে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিতে শুরু করেন।
ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন কোর্তোয়া। চোট কাটিয়ে ফেরা বেলজিয়ান গোলরক্ষক ক্রীড়াবিষয়ক ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিএজেডএন’কে বলেছেন, ‘নীরবতা পালনের মধ্যেই ওরা (ওসাসুনার সমর্থকেরা) ভিনিসিয়ুসকে “কুকুরের বাচ্চা” বলে গালি দিয়েছে, “ভিনিসিয়ুস মরে যা” বলে গান করেছে। আপনাকে ভিনির দিকে তাকানো বন্ধ করতে হবে এবং মানুষের দিকে তাকাতে হবে। এই আহাম্মকি বাদ দিলে মাঠের পরিবেশ খেলার জন্য ভালো ছিল।’
ভিনিসিয়ুসের অ্যাসিস্ট থেকেই কাল রিয়ালকে এগিয়ে দেন ফেদে ভালভের্দে। যোগ করা সময়ে অন্য গোলটি করেন মার্কো আসেনসিও। ভিনি নিজেও ওসাসুনার জাল কাঁপিয়েছিলেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় সেটি বাতিল হয়ে যায়। ম্যাচের একপর্যায়ে ফাউলকে কেন্দ্র করে ওসাসুনার অ্যাটাকিং মিডফিল্ডার মোই গোমেজের সঙ্গে কথা কাটাকাটি হয় ভিনির।
সতীর্থ গোমেজের সঙ্গে ভিনির তর্কাতর্কির মুহূর্তটি খুব কাছ থেকে দেখেছেন সের্হিও হেরেরা। ওসাসুনার এই গোলরক্ষক মনে করেন, রিয়াল তারকার আচরণ স্বাভাবিকই ছিল, ‘সব মাঠেই ভিনিসিয়ুসের সঙ্গে যা হচ্ছে, তাতে সে বিপ্লবী হয়ে পড়েছে। ওর আচরণ স্বাভাবিক মনে হয়েছে। এই ইস্যুতে ও অনেক দিন হলো প্রতিবাদ করছে। এবার এটা (বর্ণবাদ) বন্ধ করতে হবে।’
প্রিয় শিষ্য ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। তিনি বলেছেন, ‘নীরবতা পালনের সময় যা ঘটেছে, তা ভুলে যেতে হবে। তাদের এমন আচরণ তুরস্ক ও সিরিয়ার প্রতি সম্মানের কমতি মনে হয়েছে।’
বর্ণবাদী আক্রমণের সুবিচার ও অবসান চেয়ে অনেক দিন ধরে প্রতিবাদ করে আসা ভিনিসিয়ুস এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যথারীতি বার্তা দিয়েছেন। টুইটারে লিখেছেন, ‘আমাকে অপমান করা চলছেই...একই সঙ্গে আমি নেচেও যাচ্ছি...দেখা হবে লিভারপুলে।’
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে যাবে রিয়াল মাদ্রিদ। ভক্তদের ভিনি সেটাই বোঝাতে চেয়েছেন। রিয়ালের মতো লিভারপুলও গত রাতে ২–০ ব্যবধানে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে।