নকল আলোনসো থেকে সাবধান, থাই পুলিশের সতর্কবার্তা
নাম: জাবি আলোনসো। পেশা: ফুটবল কোচ।
আপাতত বায়ার লেভারকুসেনের দায়িত্বে, আগামী মৌসুমে দায়িত্ব নেবেন ইংলিশ ক্লাব লিভারপুলের। কিন্তু তাঁর লিভারপুল যাওয়ার বিমানভাড়া নেই। তাই অনলাইনে সবার কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছেন, বিমানভাড়ার জন্য।
বিশ্বাস হচ্ছে গল্পটা? না হওয়ারই কথা। নাম ও পেশা ঠিক আছে। কিন্তু তিনি যে আসল জাবি আলোনসো নন, এটা একেবারে বোকা না হলে কারও বুঝতে কঠিন হওয়ার কথা নয়। নিজেকে আলোনসো দাবি করে যিনি সাহায্য চাইছেন, তিনি আসলে প্রতারক। আর প্রতারকের কাছ থেকে সাবধান থাকতে লিভারপুল সমর্থকদের সতর্ক করে দিয়েছে থাইল্যান্ডের পুলিশ।
থাইল্যান্ডের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো লিভারপুল সমর্থকদের জানিয়েছে, অনলাইনে একটি বার্তা ভাইরাল হয়েছে। সেখানে জাবির ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিমানভাড়ার জন্য ৩০০ থাই বাথ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩০ টাকা) অনুদান চাওয়া হচ্ছে।
বার্তাটিতে থাই ভাষায় বলা হয়, ‘আমি জাবি আলোনসো। আগামী মৌসুমে লিভারপুলের দায়িত্ব নেব। কিন্তু লিভারপুলে যাওয়ার মতো অর্থ আমার কাছে নেই।’
একটি প্রতারক চক্র এই কাজটা করছে বলে সন্দেহ করছে থাই পুলিশ। ফেসবুকে লিভারপুল সমর্থকদের সতর্ক করে দিয়ে থাই পুলিশ গত রোববার এক বিবৃতিতে দিয়েছে, ‘লিভারপুল সমর্থকেরা শান্ত হোন। জাবি এখনো (লিভারপুলের) কোচ হননি। কিন্তু এরই মধ্যে প্রতারণা শুরু হয়েছে।’ থাই পুলিশ জানিয়েছে, প্রতারণামূলক বার্তাটি এমনভাবে বানানো হয়েছে যে দেখে মনে হবে জাবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই পাঠানো হয়েছে, কিন্তু আসলে একজন প্রতারক নিজেকে জাবি দাবি করছে।
থাইল্যান্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ খুব জনপ্রিয়। ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগজয়ী লেস্টার সিটির মালিক থাইল্যান্ডের ব্যবসায়ী আইওয়াত শ্রীভাদ্ধানাপ্রাভা। লিভারপুল থাইল্যান্ডের প্রিমিয়ার লিগ সমর্থকদের মধ্যে অন্যতম জনপ্রিয় ক্লাব।
গত শুক্রবার ইয়ুর্গেন ক্লপ এই মৌসুম শেষে লিভারপুল কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তখন থেকেই ক্লপের জায়গায় জাবি আলোনসোর নামটা জোরেশোরে শোনা যাচ্ছে। খেলোয়াড়ি ক্যারিয়ারে রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ মাতিয়েছেন জাবি। লিভারপুলে পাঁচ মৌসুম খেলে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও এফএ কাপ। রিয়ালে ছিলেন ছয় মৌসুম, সেখানে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি লা লিগাও জিতেছেন। বায়ার্নে টানা তিনবার বুন্দেসলিগা জিতেছেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী সাবেক এ মিডফিল্ডার।
গত বছর জার্মান ক্লাব লেভারকুসেনের কোচের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে বদলে দিয়েছেন জাবি। বুন্দেসলিগার চলতি মৌসুমে লেভারকুসেন এখনো কোন ম্যাচ হারেনি। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে না হারা (২৪ জয়, ৪ ড্র) লেভারকুসেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র অপরাজিত দলও।