জেনে নিন প্রথম এল ক্লাসিকোর দিন–তারিখ
ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথগুলোর একটি ‘এল ক্লাসিকো’। প্রতি মৌসুমে ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে এ লড়াই দেখার। মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও থাকে জমজমাট উত্তাপ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলের সমর্থকদের মধ্যে চলে কথার লড়াই। চলতি মৌসুমেও শিগগিরই ফুরোচ্ছে এই লড়াই দেখার অপেক্ষা।
মৌসুমে রিয়াল-বার্সার প্রথম মুখোমুখি লড়াইয়ের দিন–তারিখ–সময় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ১৬ অক্টোবর রোববার প্রথম লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
চলতি মৌসুমে লা লিগার শিরোপা জয়ের লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পারে রিয়াল-বার্সা রোমাঞ্চ। গত মৌসুমে রিয়ালের দাপট দেখা গেলেও, এবার শুরু থেকেই চ্যালেঞ্জ জানাচ্ছে বার্সা।
লিগে ৬ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা।
শুধু দলীয় লড়াইয়েই নয়, ব্যক্তিগত জায়গা থেকেও উত্তাপ ছড়াতে পারে রিয়াল-বার্সার এ ম্যাচ। গত দলবদলে বায়ার্ন মিউনিখ থেকে রবার্ট লেভানডফস্কিকে কিনে এনেছে বার্সা। একসময় রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখা লেভা এখন লড়বেন ‘লস ব্লাঙ্কোস’দের বিপক্ষেই।
করিম বেনজেমার সঙ্গে লেভার দ্বৈরথেও চোখ থাকবে সবার। গত মৌসুমে লিগে ও ইউরোপে বেশ দাপট দেখিয়েছেন বেনজেমা। এবার অবশ্য শুরুতে চোটে পড়ায় এই ফরাসি তারকা সুযোগ পাননি নিজেকে মেলে ধরার।
বিপরীতে মৌসুমের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলছেন লেভা। লিগে ৬ ম্যাচে করেছেন ৮ গোল। তবে চোট কাটিয়ে ফিরে নিজের সেরাটা দিতে চাইবেন বেনজেমাও; যা এল ক্লাসিকোর উত্তাপকে আরও বাড়িয়ে দিতে পারে।