চোরের দাবি, সে এমিলিয়ানো মার্তিনেজ
খ্যাতির বিড়ম্বনা বুঝি একেই বলে!
একবার কল্পনা করুন তো, বাড়িতে চোর ঢুকেছে। বিপদ টের পেয়ে গৃহকর্তা পুলিশকে জানালেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর পালানোর সময় ধরাও পড়ল। কিন্তু বিপত্তি বাধল তারপরই। চোরের দাবি, সে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ!
আর্জেন্টিনার রিও নিগ্রো প্রদেশের এল বোলসোন অঞ্চলে এমন ঘটনাই ঘটেছে গত মঙ্গলবার। সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে গত কয়েক ঘণ্টায়।
স্পেনের সংবাদমাধ্যম ‘এএস’ আর্জেন্টিনার সংবাদকর্মী মাউরো জিদার সূত্র উল্লেখ করে জানিয়েছে, এল বোলসোন অঞ্চলে এক চোর একটি বাড়িতে ঢোকার পর সেই বাড়ির মালিক ‘নাইনইলেভেন (৯১১)’–এ ফোন করে পুলিশের সাহায্য চান। চোর তাঁর ওয়ার্কশপে ঢুকেছিল। ফোনে সাহায্য চাওয়ার সময় সেই ব্যক্তি জানান, চোরকে তিনি তাড়া করছেন। পুলিশ আসার পর বিপদ টের পেয়ে চোর জঙ্গলের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে।
পুলিশ চোরকে গ্রেপ্তার করে পরিচয় জানতে চায়। বিস্ময় ভর করে ঠিক তখনই। চোরটি দাবি করে, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ‘এএস’ জানিয়েছে, এ ঘটনার ঘণ্টাখানেক পর চোরের আসল পরিচয় উদ্ধার করেছে পুলিশ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চোরটি গ্রেপ্তার এড়াতে পেরেছিল। তবে কীভাবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্য সংবাদমাধ্যম জানিয়েছে, বুয়েনস এইরেসের তান্দিল অঞ্চলের বাসিন্দা ওই চোর। মার্তিনেজের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ঘণ্টাখানেক পর নাকি তাকে ছেড়েও দেওয়া হয়।
পুলিশের যে দলটি সেখানে গিয়েছিল, সেই ইউনিট টুয়েলভের কমিশনার মিগুয়েল অ্যাঞ্জেল মারিনাকো বলেছেন, ‘গাছপালার ভেতর থেকে একটি লোককে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের সময় ঘটনার শিকার হওয়া ব্যক্তি ভ্যান নিয়ে এসে বলেছেন, ওই ব্যক্তিই তার ব্যক্তিগত সম্পত্তির সীমানার মধ্যে ঢুকেছিলেন।’
বেচারা মার্তিনেজ! সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই খবর নিশ্চয়ই তাঁর কান পর্যন্ত পৌঁছাবে। আমুদে মেজাজের মার্তিনেজ হেসেই কুটিকুটি হতে পারেন। তবে মার্তিনেজের আপাতত মন অন্য কিছুতে। সংবাদমাধ্যম জানিয়েছে, টটেনহাম হটস্পারে চুক্তির শেষ ১২ মাসে পৌঁছে গেছেন ফরাসি গোলকিপার উগো লরিস। তাঁর জায়গায় মার্তিনেজকে নিয়ে আসতে চায় টটেনহাম।
আর্জেন্টাইন গোলকিপার নিজেও নাকি চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বিতা করে, এমন ক্লাবে খেলতে চান। চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমে শেষ ষোলো প্রথম লেগে এসি মিলানের কাছে ১–০ গোলে হেরেছে টটেনহাম। ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলেও আছে শীর্ষ চারে।