টেকো লোকেরা জটিল হয়—রোনালদোর সঙ্গে টেন হাগের আচরণ নিয়ে সাবেক বার্সা তারকা
হোর্হে সাম্পাওলির সঙ্গে আর্তুরো ভিদালের শীতল সম্পর্কের কথা সামনে এসেছিল কিছুদিন আগে। তখন সাম্পাওলিকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই চিলিয়ান তারকা। বলেছিলেন, তিনি এক পরাজিত লোকের কাছে আটকা পড়েছিলেন। সেই সাম্পাওলিকে নিয়ে ভিদালের ক্ষোভ যে এখনো কমেনি, তা আবার স্পষ্ট হয়েছে।
এবার অবশ্য খানিকটা অন্যভাবেই তোপ দেগেছেন ভিদাল। সাম্পাওলির সমালোচনা করতে গিয়ে বিরূপ মন্তব্য করেছেন টেকো লোকদের নিয়ে। প্রসঙ্গক্রমে টেনে এনেছেন আরেক টেকো কোচ এরিক টেন হাগকেও। টেন হাগের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিষয়টি মনে করিয়ে দিয়ে ভিদাল বলেছেন, টেকো লোকেরা বেশ জটিল হয়ে থাকে।
ব্রাজিলিয়ান লিগে খেলা ভিদাল বলেছেন, ‘এই কোচগুলো শুরু করেছে বাজেভাবে। কীভাবে আপনি ক্রিস্টিয়ানো রোনালদোকে বের করে দিতে পারেন। এরা এমনই। অনেক সময় এই কোচ যারা আসে, তাদের সঙ্গে গন্ডগোল বাধায়। ভয়াবহ। আমি জানি না তারা কী ভাবে। রোনালদোকেই সরিয়ে দিয়েছে! সে একজন শীর্ষ গোলদাতা এবং তাকেই শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে হলো। টেকো লোকেরা খুবই জটিল হয়ে থাকে।’
রোনালদো–টেন হাগ প্রসঙ্গ টেনে ভিদাল মূলত তাঁর সঙ্গে সাম্পাওলির সম্পর্ককে ইঙ্গিত করেছেন। অবশ্য শুরু থেকেই দুজনের সম্পর্ক এমন বিরোধপূর্ণ ছিল না। হোর্হে সাম্পাওলির সঙ্গে আর্তুরো ভিদালের সম্পর্কের শুরু বেশ আগে। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত চিলির কোচ ছিলেন সাম্পাওলি। তাঁর অধীনেই ২০১৫ সালে কোপা আমেরিকা জেতে চিলি। সে সময় সাম্পাওলি-ভিদালের সম্পর্ক বেশ উষ্ণই ছিল। কিন্তু এ বছরের শুরু থেকে সেটা তলানিতে গিয়ে ঠেকেছে।
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস ও ইন্টার মিলানের সাবেক মিডফিল্ডার ভিদাল এখন খেলছেন আথলেতিকো পারানায়েনসেতে। গত জুলাইয়ে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাবটিতে। তবে পারানায়েনসেতে যোগ দেওয়ার সময়ও রিও ডি জেনিরোর ক্লাব ফ্ল্যামেঙ্গোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও ৫ মাস বাকি ছিল। কিন্তু সাম্পাওলির সঙ্গে বিরোধের কারণে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তিটি বাতিল করেন। এরপরই যোগ দেন পারানায়েনসেতে।
আগে সম্পর্ক ভালো থাকলেও ফ্ল্যামেঙ্গোতে ভিদাল দেখেছেন সাম্পাওলির ভিন্ন রূপ। তাঁকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রেখেছেন সাম্পাওলি। যে কটি ম্যাচে মাঠে নামিয়েছেন, সেগুলোর একটিতেও পুরো ৯০ মিনিট খেলাননি। একপর্যায়ে ভিদালকে স্কোয়াড থেকে বাদ দেন। সাম্পাওলির এমন আচরণ মেনে নিতে পারেননি ভিদাল। তাঁর হাত থেকে মুক্তি পেতেই শেষ পর্যন্ত ফ্ল্যামেঙ্গো ছেড়ে পারানায়েনসেতে নাম লিখিয়েছেন। এরপর সাম্পাওলির ওপর ক্ষোভ ঝেড়ে ভিদাল তখন বলেছিলেন, ‘এত দিন আমি এক পরাজিত কোচের কাছে আটকা পড়েছিলাম, যিনি জানেন না কীভাবে খেলোয়াড়দের সমাদর করতে হয়। আবার খেলতে পেরে ভালো লাগছে। আমি সব সময় মাঠে নামতে প্রস্তুত।’