মোহামেডানের টানা দ্বিতীয় ড্র, ১৪তম ম্যাচে ব্রাদার্সের প্রথম জয়

লিগে ১৩ ম্যাচ পর জয়ের মুখ দেখল ব্রাদার্স ইউনিয়নবাফুফে

আগের ম্যাচেই বাংলাদেশ পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে এগিয়ে গিয়েও ড্র করেছে ১-১ গোলে। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে দুই নম্বরে থাকা মোহামেডানের পয়েন্টের ব্যবধান ৬। তবে কিংস একটি ম্যাচ কম খেলেছে।

১৪ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৮। ১৩ ম্যাচে কিংসের পয়েন্ট ৩৪, আবাহনীর ২৫। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংস–আবাহনী ম্যাচ তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২৭ মিনিটে আরিফ হোসেনের গোলে মোহামেডান এগিয়ে যাওয়ার ৭ মিনিটের মধ্যেই সমতা আনে চট্টগ্রাম আবাহনী। গোল করেন নাইজেরিয়ান ওজুকু। বাকি সময়ে দুই দলই ঝাঁপিয়েছে দ্বিতীয় গোলের জন্য। বিশেষ করে মোহামেডান চাইছিল, যে করেই হোক ম্যাচ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় টানা দ্বিতীয় ড্র নিয়েই ফিরতে হয়েছে মোহামেডানকে।

ম্যাচসেরা হয়েছেন রাব্বি হোসেন
বাফুফে

মোহামেডানের জন্য যদি দিনটি হতাশার হয়, ব্রাদার্স ইউনিয়নের জন্য তা দারুণ আনন্দের দিন। তরুণ ফুটবলার রাব্বি হোসেন রাহুলের শেষ মুহূর্তের গোলে আজ শেখ জামালকে তারা ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। লিগের ১৪তম ম্যাচে এসে এটি ব্রাদার্সের প্রথম জয়। আগের ১৩টি ম্যাচের ১০টিতেই হেরেছিল তারা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জয়ের অদম্য ইচ্ছাই তিন পয়েন্ট তুলে দিয়েছে ব্রাদার্সের হাতে। প্রথম গোল আসে প্রথমার্ধের শেষক্ষণে। রাহুলের বাড়িয়ে দেওয়া বলে এলিটা কিংসলে বাঁ পায়ের প্লেসিংয়ে গোল করেন। ৭১ মিনিটে পেনাল্টিতে গোল করে ১-১ সমতা আনেন শেখ জামালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর লেইতে। ৩ মিনিট পরই আবদুল্লাহর ফ্রি কিকে শাকজদের ব্যাক হেডে শেখ জামাল এগিয়ে যায় ২-১ গোলে।

৮৩ মিনিটে বদলি খেলোয়াড় ইনসানের পাস থেকে বক্সের ওপর থেকে মহসিনের প্লেসিংয়ে আবার সমতা আনে ব্রাদার্স। ৮৮ মিনিটে দৃশ্যপটে আবার সেই তরুণ প্রতিভা রাহুল। এবারের লিগে কিংস থেকে ধারে ব্রাদার্সে আসা রাহুল কিংসের বিপক্ষেও গোল করেছেন। লিগের প্রথম পর্বে নজর কেড়ে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। অনেকটা দৌড়ে শেখ জামালের তিন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক গোল করে ব্রাদার্সকে প্রায় ভুলে যেতে বসা জয় এনে দিয়েছেন রাহুল। লিগে এটি তাঁর ষষ্ঠ গোল।

দুই মৌসুম পর প্রিমিয়ারে ফিরে এসে আবার অবনমিত হওয়ার শঙ্কায় আছে ব্রাদার্স। এই জয়ের পরও তাদের পয়েন্ট ১৪ ম্যাচে ৬। পয়েন্ট তালিকায় অবস্থান সবার নিচে। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ নিচ থেকে দুইয়ে আছে। ১১ পয়েন্ট নিয়ে শেখ রাসেল তিনে।