পেনাল্টিতে সবচেয়ে বেশি গোল কার—মেসি, রোনালদো নাকি নেইমারের

মেসি, রোনালদো ও নেইমারএক্স

পেনাল্টি গোলকে ছোট করে দেখাটা প্রায় ফ্যাশন হিসেবে দাঁড়িয়েছে ফুটবলে। পেনাল্টিতে বেশি বেশি  গোল করার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসিকে প্রায়ই ট্রলের মুখে পড়তেও দেখা যায়।

পেনাল্টির সঙ্গে মিলিয়ে তাঁদের নামও বিভিন্ন সময় বিকৃত করতে দেখা গেছে। মূলত এক ফুটবলারের ভক্তরা অন্য ফুটবলারের ভক্তদের খোঁচা দেওয়ার উদ্দেশ্যে এই কাজটি করতে থাকেন।

আরও পড়ুন

তবে পেনাল্টি গোলকে যতই বাঁকা চোখে দেখা হোক না কেন, বাস্তবতা হচ্ছে এই গোল বৈধ এবং এ গোল করার জন্য বিশেষ দক্ষতাও থাকতে হয়। তবে রোনালদো ও মেসিকে পেনাল্টির জন্য সবচেয়ে বেশি সমালোচিত হলেও এই পেনাল্টি গোলে কিন্তু দুজনের কেউ শীর্ষে নেই। মোট গোলের কত শতাংশ পেনাল্টিতে পাওয়া সেই হিসাবে সবার ওপরে নেইমার। ট্রান্সফারমার্কেটের এক হিসাবেই উঠে এসেছে এ তথ্য।

গতকাল বিকেল পর্যন্ত ট্রান্সফারমার্কেটের শতাংশের হিসাবে দেখা গেছে, নেইমারের মোট গোল ৪৩৯টির ৮৭টিই এসেছে পেনাল্টি থেকে। অর্থাৎ তাঁর মোট গোলের ১৯.৮ শতাংশই পেনাল্টি থেকে পাওয়া।

তবে নেইমার ১৮টি পেনাল্টি মিসও করেছেন। সেটি না করলে তাঁর গোল সংখ্যা আরও বাড়তে পারত। নেইমারের ঠিক পরেই আছেন রোনালদো। যাঁর ৯০৫ গোলের ১৬৮টিই এসেছে পেনাল্টি থেকে। রোনালদোর পেনাল্টি গোলের হার ১৮.৬ শতাংশ। আর রোনালদো মিস করেছেন ৩১টি পেনাল্টি।

এই তালিকার তৃতীয় নামও কিন্তু পেনাল্টি গোলের জন্য বেশ বিখ্যাত। ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ৪২৬ গোলের ৮৪টিই করেছেন পেনাল্টি থেকে। তাঁর পেনাল্টি গোলের হার ১৮.৫ শতাংশ। পেনাল্টি শতাংশের হিসাবে গোল করায় চারে আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ (১৫.৬ শতাংশ), আর পাঁচে আছেন কিলিয়ান এমবাপ্পে (১৩.০ শতাংশ)।

আরও পড়ুন

এরপর তালিকার ৬ নম্বরে জায়গা পেয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক ৮৫০ গোলের ১১১টি করেছেন পেনাল্টি থেকে। মজার ব্যাপার হচ্ছে, মেসিও কিন্তু রোনালদোর সমান ৩১টি পেনাল্টি মিস করেছেন। এই তালিকার শীর্ষ দশের পরের চারটি স্থানে আছেন রবার্ট লেভানডফস্কি (১২.৪ শতাংশ), পিয়ের–এমেরিক অবামেয়াং (১১.৭ শতাংশ), স্যামুয়েল ইতো (১১.৭ শতাংশ) এবং মোহাম্মদ সালাহ (১১.৫ শতাংশ)।