২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ব্রাজিল দলে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জন বাদ, ডাক পেলেন ‘নতুন রোনালদো’

ব্রাজিলের ফুটবলে ‘নতুন রোনালদো’ বলা হচ্ছে ভিতর রকিকেছবি: টুইটার

রীতিমতো ‘বিপ্লব’ই ঘটিয়ে ফেলেছেন ব্রাজিলের অন্তবর্তীকালিন কোচ র‌্যামন মেনেজেস। ২৫ মার্চ প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচের জন্য কাল ২৩জনের স্কোয়াড ঘোষণা করেছেন মেনেজেস, যেখানে কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে থাকা ১৫ খেলোয়াড়ের জায়গা হয়নি।

গত ডিসেম্বরে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর মরক্কোর বিপক্ষে প্রথম মাঠে নামবে ব্রাজিল। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের চক্রও শুরু হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন
আরও পড়ুন

নেইমারের বাদ পড়ার বিষয়টি অবশ্য আলাদা। দুই সপ্তাহ আগে অ্যাঙ্কেলের চোটে পড়েছেন। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ‘দলে যোগ দেওয়ার জন্য উপযুক্ত ফিটনেসে থাকবেন না’ নেইমার। তাঁর ক্লাব পিএসজি আগেই জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগে আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলো ফিরতি লেগেও ব্রাজিলিয়ান তারকাকে পাওয়া যাবে না।

দলে ৯জন নতুন মুখ ডেকেছেন মেনেজেস। আতলেতিকো পারানায়েনেসের হয়ে আলো ছড়ানো ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিতর রকিকে ডেকেছেন। ব্রাজিলিয়ান ফুটবলে ‘বিষ্ময় বালক’ আসার ধারায় রকি হতে পারেন নতুন সংযোজন। বার্সেলোনা তাঁর পিছু ছুটছে। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এরই মধ্যে তাঁকে ‘নতুন রোনালদো’ বলা হচ্ছে। মেনেজেসের অধীনে গত মাসে শেষ হওয়া দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ ৬ গোল করেন রকি।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের ২৬জনের দল থেকে ১৫ খেলোয়াড়েরই জায়গা হয়নি মেনেজেসের স্কোয়াডে। ব্রাজিলের তারকা গোলকিপার আলিসন থেকে রাফিনিয়া, পেদ্রো, ফাবিনিও, দানি আলভেজ, গ্যাব্রিয়েল জেসুস, দানিলো, থিয়াগো সিলভা, ব্রুনো গিমারেজ, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের রাখেননি গত মাসে ব্রাজিল অনূর্ধ্ব–২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো এ কোচ। তবে থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস ও নেইমারের ক্ষেত্রে চোট দলে না থাকায় বড় ভূমিকা রেখেছে।

আরও পড়ুন

দলে যে ৯জন নতুন মুখ ডেকেছেন মেনেজেস, তাঁদের মধ্যে ৫জনই তাঁর অধীনে ব্রাজিলের অনূর্ধ্ব–২০ দলে ছিলেন। কলম্বিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে একটি ম্যাচও হারেননি মেনেজেস।

গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বাদ পড়ার পর দক্ষিণ আমেরিকান দলটির কোচের দায়িত্ব ছাড়েন তিতে। এরপর জাতীয় দলের অন্তবর্তীকালিন কোচের দায়িত্ব পান মেনেজেস। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ তাঁর প্রথম চ্যালেঞ্জ। তাঞ্জিয়ারের বাতোউতা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

ব্রাজিলের ২৩জনের স্কোয়াড:

গোলকিপার: এডেরসন, মাইকায়েল, ওয়েভারটন। ডিফেন্ডার: আর্থুর, এমারসন রয়্যাল, অ্যালেক্স তেয়েস, রেনান লোদি, ইবানেজ, এদের মিলিতাও, মারকিনিওস ও রবার্ত রেনান। মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা ও রাফায়েল ভেগা। ফরোয়ার্ড: অ্যান্টনি, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতর রকি।

আরও পড়ুন