বার্সেলোনার ম্যাচ কতজন দেখে, রিয়ালেরই বা কত

টিভিতে রিয়ালের চেয়ে বার্সার খেলা বেশি মানুষ দেখেছবি: এক্স

বার্সেলোনা ১৫৮২০০০—১৪৮০০০০ রিয়াল মাদ্রিদ।

আর যাই হোক, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নামের পাশে সাত অঙ্কের সংখ্যা দেখে কেউ এটিকে দুই দলের ম্যাচের ফল কিংবা এখন পর্যন্ত মুখোমুখি দেখায় গোলসংখ্যা ভাববেন না। এক দলের বিপক্ষে এতগুলো গোল আসলে কস্মিনকালও সম্ভব নয়।

তবে পাশাপাশি যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছেন, সেখানে বার্সেলোনা রিয়ালের চেয়ে ঢের এগিয়ে। কীসে? অডিও ভিজুয়াল এবং ডিজিটাল পরামর্শ সংস্থা ‘বার্লোভেন্তো কমিউনিকেসিওন’-এর নতুন প্রতিবেদন বলছে, লা লিগার চলতি মৌসুমে সবচেয়ে জনপ্রিয় দল বার্সেলোনা।

টিভি দর্শকসংখ্যায় লা লিগা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ফুটবল লিগ
ছবি: লা লিগা ওয়েবসাইট

দেশটিতে কাতালান ক্লাবটির প্রতিটি ম্যাচ গড়ে ১৫ লাখ ৮২ হাজার টিভি দর্শক উপভোগ করছেন, টিভিতে রিয়ালের ম্যাচ দেখছেন ১৪ লাখ ৮০ হাজার জন। অর্থাৎ, বার্সার ম্যাচের চেয়ে ১ লাখ ২ হাজার জন কম।

ব্যবধানটা খুব বড় নয়। যেমনটা বড় নয় এবারের লা লিগায় দুই দলের পারফরম্যান্সের ব্যবধানও। এই মুহূর্তে স্পেনের শীর্ষ লিগে দুই দলেরই পয়েন্ট ৬০ করে। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকা বার্সা শীর্ষে আর রিয়াল দুইয়ে আছে।

আরও পড়ুন

৫৬ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ টিভি দর্শক সংখ্যার দিক থেকেও আছে তিন নম্বরে। টিভিতে আতলেতিকোর ম্যাচ দেখছে স্পেনের ১০ লাখ ৬৩ হাজার মানুষ।

সেভিয়ার ম্যাচের দর্শকসংখ্যাও ১০ লাখ ৬৩ হাজার। তবে এখন পর্যন্ত সেভিয়ার আটটি ম্যাচ ফ্রি-টু-এয়ারে (যেসব চ্যানেল সাবস্ক্রিপশন ছাড়াই দেখা যায় বা দেখতে টাকা লাগে না) দেখানো হয়েছে। আন্দালুসিয়ার এই ক্লাবটিরই সবচেয়ে বেশি ম্যাচ বিনা মূল্যে দেখা গেছে। টিভি দর্শকসংখ্যায় শীর্ষ পাঁচে আছে সেলতা ভিগো। দলটির ম্যাচ দেখছে গড়ে ৮ লাখ ৬১ হাজার মানুষ।

স্পেনে লা লিগা সম্প্রচার করে তিনটি টিভি চ্যানেল—মুভিস্টার‍+, ডিএজেডএন ও গোল প্লে। মুভিস্টার‍+ ও ডিএজেডএন সাপ্তাহিক ভিত্তিতে ম্যাচ ভাগ করে নেয় এবং গোল প্লের জন্য একটি ম্যাচ বরাদ্দ থাকে। গোল প্লেতে খেলা দেখতে সাবস্ক্রাইব করতে হয় না।

মুভিস্টার‍+ এর সাধারণ প্ল্যাটফর্মে মোট ৩৭ লাখ গ্রাহক আছে। কিন্তু এর কত শতাংশ লা লিগার প্যাকেজ সাবস্ক্রাইব করেছে, এ ধরনের কোনো পরিসংখ্যান চ্যানেল কর্তৃপক্ষের কাছে নেই।

বিশ্বের ১৩১টি দেশের মানুষ লা লিগার ম্যাচ সরাসরি দেখতে পারে
ছবি: এক্স

ডিএজেডএন নিশ্চিত করেছে যে, বিশ্বব্যাপী তাদের ২ কোটির বেশি গ্রাহক আছে। তবে তাদের কাছেও স্প্যানিশ গ্রাহক সম্পর্কিত কোনো তথ্য নেই।

লা লিগার ওয়েবসাইট থেকে জানা গেছে, এবারের মৌসুমে ৪৫টি সম্প্রচারকারী সংস্থা (টিভি চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম) বিশ্বের ১৩১টি দেশে স্পেনের শীর্ষ এই লিগের খেলা সরাসরি দেখাচ্ছে। গত মৌসুমে বিশ্বব্যাপী ২৭০ কোটি মানুষ টিভি ও অনলাইন স্ট্রিমিংয়ে লা লিগা দেখেছে।