ক্লপের সঙ্গে লিভারপুল থেকে বিদায় নিচ্ছেন আলকান্তারা ও মাতিপ
আগামীকালই শেষ হচ্ছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল–অধ্যায়। তাঁর সঙ্গে একই দিনে লিভারপুল থেকে দুজন খেলোয়াড়ের বিদায়ও নিশ্চিত হয়েছে। আজ এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ করে বিদায় নেবেন থিয়াগো আলকানতারা ও জোয়েল মাতিপ।
৩৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার আলকানতারা ২০২০ সালে বায়ার্ন মিউনিখ থেকে আসেন লিভারপুলে। কিন্তু চোটে বিপর্যস্ত হয়ে বারবার মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। লিভারপুলের জার্সিতে ৯৮টির বেশি ম্যাচ খেলা হয়নি তাঁর। এ মৌসুমে খেলেছেন মাত্র এক ম্যাচ। মিডফিল্ডে জাদুকরি প্রতিভার কারণে খ্যাতি থাকলেও চোটের কারণে লিভারপুলে কখনোই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আলকানতারা।
আলকানতারাকে নিয়ে বিদায়ী কোচ ক্লপ বলেছেন, ‘টেকনিক্যালি সে খুবই ভালো একজন ফুটবলার। সে এমন প্রতিভা যে পৃথিবীর যেকোনো দলে খেলার যোগ্যতা রাখে। আমরা সৌভাগ্যবান যে দলে আমরা তাকে পেয়েছি।’ ক্লপ যোগ করেন, ‘আমি জানি চোট সব সময় তার জন্য এবং আমাদের জন্য হতাশার বিষয় ছিল। কিন্তু যখনই খেলেছে সে অবিশ্বাস্য ছিল। এটাই আমি সব সময় মনে রাখব।’
সেন্টারব্যাক মাতিপ আট বছর আগে শালকে থেকে ফ্রি ট্রান্সফার হিসেবে লিভারপুলে আসেন। দলের চ্যাম্পিয়নস লিগ এবং প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতেও অবদান রাখেন তিনি। লিভারপুলের হয়ে ২০১ ম্যাচ খেলা ৩২ বছর বয়সী এ ফুটবলার ছিলেন ক্লপের প্রথম দিকের সাইনিং। গত বছরের ডিসেম্বরের পর চোটের কারণে আর খেলা হয়নি তাঁর।
ক্যামেরুনের এ ডিফেন্ডারকে নিয়ে ক্লপ বলেছেন, ‘আমি এত বছর ধরে ফুটবলের সঙ্গে যুক্ত আছি। আমি নিশ্চিত নই, এত বছরে আমি খুব বেশি খেলোয়াড়ের সংস্পর্শে এসেছি কি না, যারা মাতিপের চেয়ে বেশি ভালোবাসা পেয়েছে। এমনকি আমি নিশ্চিত নই যে তার সম্পর্কে খারাপ কিছু বলা সম্ভব হবে কি না। তার পেশাদারত্ব অসাধারণ, ফুটবলার হিসেবে অসাধারণ এবং মানুষ হিসেবেও। তাকে আমাদের সঙ্গে এত দিন পাওয়াটা দারুণ ব্যাপার। এখন তাকে আমরা শুভকামনা জানাতে চাই।’