কিন্তু কোথায় যাবেন নেইমার? ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, নেইমার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যেতে চান। চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড নাকি তাঁর প্রতি আগ্রহী।
পিএসজিতে সমর্থকদের তোপের মুখে আছেন নেইমার, মেসি দুজনই। এমনকি ফরাসি সংবাদমাধ্যমেও তাঁরা লক্ষ্যবস্তু। ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে গিয়ে নিষিদ্ধ হয়েছিলেন মেসি। পিএসজি তাঁকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করার পরদিন দুজনের বিরুদ্ধেই স্লোগান দিয়ে মিছিল করেছে পিএসজির সমর্থকগোষ্ঠী ‘আল্ট্রাস’। মেসিকে ‘ভাড়াটে’ খেলোয়াড় বলার পাশাপাশি কিছু সমর্থক নেইমারের বাড়ির সামনে গিয়েও তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। নেইমারকে পিএসজি ছাড়তে বলেন সমর্থকেরা।
এই মৌসুম আগেই শেষ হয়ে গেছে নেইমারের। চোটের কারণে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে। গোটা মৌসুমে সাবেক সান্তোস ও বার্সেলোনা তারকা খেলেছেন মাত্র ২৯টি ম্যাচ (সব প্রতিযোগিতা মিলিয়ে)। গত মৌসুমে নিজেই পিএসজি ছাড়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত থেকে যান। এবার নাকি পিএসজিই তাঁকে ছেড়ে দিতে চাচ্ছে। পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস কাম্পোস তাঁকে ছাড়ার প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।
নেইমারের পাশাপাশি পিএসজি মৌসুম শেষে হারাতে যাচ্ছে মেসিকেও। আগামী মৌসুমে মেসি সৌদি আরবে খেলবেন বলে এর আগে নিজেদের খবরে দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফরের পর মেসিকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে নতুন কোনো চুক্তি না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যমে তখন এমন খবরই বেরিয়েছিল।
তবে মেসির ক্ষমা প্রার্থনা ও নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই আর্জেন্টাইন তারকার অনুশীলনে ফেরা ও অ্যাজাকসিওর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বরফ গলার ইঙ্গিত ছিল। কিন্তু সৌদি আরবে খেলার সংবাদটি খুব সম্ভবত মেসির পিএসজিতে থাকার শেষ সম্ভাবনাটুকুও উড়িয়ে দিয়েছে। আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে মেসির।