রোনালদোকে পেয়ে ভিনি–রদ্রিগোদের স্বপ্নপূরণ
রিয়াল মাদ্রিদ ও ক্রিস্টিয়ানো রোনালদোর পথ আলাদা হয়েছে ২০১৮ সালে। রিয়াল ছাড়ার পর আরও দুবার ক্লাব বদলেছেন পর্তুগিজ মহাতারকা। তবে রিয়ালের সঙ্গে রোনালদোর সম্পর্কটা এখনো অটুট। সৌদি আরবে সম্প্রতি হয়ে গেল রিয়াল-রোনালদো পুনর্মিলনীও। যেখানে রোনালদোকে কাছে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে রিয়ালের তরুণ খেলোয়াড়দের। রোনালদোর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোরা।
সম্প্রতি দলবদলে রিয়ালের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। স্প্যানিশ সুপার কাপ খেলতে রিয়ালের পুরো দলও এখনো সৌদিতে। সোমবার রাতে শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচ সামনে রেখে আল নাসর স্পোর্টস সিটিতে প্রস্তুতি নিচ্ছে ‘লস ব্লাঙ্কোস’ শিবির। সেখানেই রিয়াল তারকাদের সঙ্গে দেখা করেছেন রোনালদো। ফুটবলের এই মহাতারকাকে কাছে পেয়ে শুধু তরুণ খেলোয়াড়েরাই নয়, রিয়াল কোচ ও রিয়াল কর্তৃপক্ষও রোনালদোকে নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছে।
রিয়ালের উদীয়মান তারকাদের একজন রদ্রিগো। এরই মধ্যে দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। রোনালদোকে কাছে পেয়ে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রদ্রিগো। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সবচেয়ে বড় আদর্শের সঙ্গে সাক্ষাৎ।’
দলের আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র অবশ্য কিছু লেখেননি। তিনি গ্রেটেস্ট অব অল টাইমের (গোট) একটি ইমোজি দিয়েছেন।
রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করেছেন রিয়াল কোচ আনচেলত্তিও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদেরই একজন। ধন্যবাদ ক্রিস্টিয়ানো (রোনালদো) আসার জন্য।’
রিয়াল মাদ্রিদও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের খেলোয়াড়দের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে রিয়াল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে ঘিরে তরুণ তারকাদের উচ্ছ্বাসও দেখা যায়। এই ভিডিওর ক্যাপশনে রিয়াল কর্তৃপক্ষ লিখেছে, ‘যখন আপনার সঙ্গে আপনার নায়কের সঙ্গে দেখা হয়।’