সতীর্থের মা মারা যাওয়ার সান্ত্বনা দিতে গোল উৎসর্গ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের
প্রতিপক্ষ রায়ো ভায়েকানোর মাঠে ম্যাচ। তাই চিরচেনা লাল–সাদা জার্সি ছেড়ে অ্যাওয়ে জার্সিতে খেলতে নেমেছিল আতলেতিকো মাদ্রিদ। সেই জার্সি আবার কালো। কালো পোশাকের ওপর কালো বাহুবন্ধনী বাঁধলে কি বোঝার উপায় থাকে, শোকের প্রতীক সঙ্গে নিয়ে খেলছে কোনো দল?
সেটা পুরোপুরি বোঝা গেছে নাহুয়েল মলিনা আতলেতিকোকে এগিয়ে দেওয়ার পর। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ম্যাচের ২২ মিনিটে গোল করেই ভোঁ–দৌড় দেন ডাগআউটের দিকে। সেখানে রাখা সতীর্থ আনহেল কোরেয়ার ১০ নম্বর জার্সিটা উঁচিয়ে ধরেন। এই দৃশ্য দেখে দলের বাকিরা করতালি দেন।
ঘটনাটা বুঝতে আর বাকি থাকেনি। দীর্ঘ লড়াইয়ের পর ক্যানসারের কাছে হেরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য ও আতলেতিকো ফরোয়ার্ড কোরেয়ার মা মার্সেলা মার্তিনেজ। গত বৃহস্পতিবার ওপারে পাড়ি জমিয়েছেন মার্সেলা। শোকাহত কোরেয়াকে সান্ত্বনা দিতে গোলটা তাঁকেই উৎসর্গ করেছেন মলিনা।
আতলেতিকোর জার্সিতে এটাই মলিনার প্রথম গোল। গত ৯ ডিসেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টিনাকে এগিয়ে দেন মলিনা। জাতীয় দলের হয়েও সেটি ছিল তাঁর প্রথম গোল। দুই ক্ষেত্রেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল।
ভায়েকানোর বিপক্ষে শোককে শক্তিতে পরিণত করে খেলতে নামা আতলেতিকো এর ১ মিনিট পরেই পেয়েছে দ্বিতীয় গোল। এবারের গোলদাতাও এক ডিফেন্ডার—মারিও হেরেমোসো। দ্বিতীয়ার্ধে স্বাগতিকেরা ১ গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না।
২–১ ব্যবধানের জয়ে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে আতলেতিকো। ২৮ ম্যাচে দিয়েগো সিমিওনের দলের পয়েন্ট ৫৭, সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট বেশি দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭১।
জার্সি প্রদর্শন করে কোরোয়ার প্রয়াত মাকে শ্রদ্ধা জানানোর ছবি ম্যাচ শেষে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আতলেতিকো মাদ্রিদ। ছবিটি দিয়ে লিখেছে, ‘আনহেলিতো (কোরেয়ার ডাকনাম), এটা তোমার জন্য।’ মায়ের শেষকৃত্যে অংশ নিতে যাওয়া কোরেয়া সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘দলকে ধন্যবাদ।’