মেসির দারুণ এক গুণের কথা বললেন স্কালোনি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে অধিনায়ক লিওনেল মেসিএএফপি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এক মাস পেরিয়ে গেছে। খেলোয়াড়েরা ফিরেছেন যে যাঁর ক্লাবে। কিন্তু বিশ্বকাপ জয় বলে কথা! আর্জেন্টাইন খেলোয়াড়েরা এখনো সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে স্মৃতিচারণা করছেন তাঁদের বিশ্বকাপ অভিযানের। লিওনেল মেসি নিজের বিশ্বকাপ জয়ের মাসপূর্তির লগ্নে জানিয়েছিলেন, কাতারের সেই সময়গুলো বড্ড মিস করছেন। সেই যে বিশ্বকাপ জেতার জন্য মুখিয়ে থাকা, একটা দল হয়ে থাকা, নিজেদের মধ্যে আড্ডা, খুনসুটি—সবই বারবার মনে পড়ছে তাঁর।

বিশ্বকাপ নিয়ে দেশে ফেরা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির
এএফপি

কোচ লিওনেল স্কালোনিও যেন খুব মিস করছেন তাঁর শিষ্যদের। তিনিও সুযোগ পেলেই তুলে ধরছেন মেসি-আলভারেজ-ফার্নান্দেজ-মার্তিনেজদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা। স্পেনের মায়োর্কায় থাকেন আর্জেন্টাইন কোচ। সেখান থেকেই একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন তাঁর সেনাপতি মেসির দারুণ এক গুণের কথা।

গোটা বিশ্বকাপেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। নিজে খেলেছেন, গোটা দলকে খেলিয়েছেন—এসবই পুরোনো কথা। সবাই জানেন। নিজের পারফরম্যান্সকে তিনি গোটা দলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আসল সময়ে আসল কাজটি করে বিশ্বকাপ জিতেছেন—ডিয়েগো ম্যারাডোনা ছাড়া এমন উদ্বুদ্ধ আর্জেন্টিনা দলকে আর কোনো তারকা আগে করতে পেরেছিলেন!

বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখছেন লিওনেল স্কালোনি
এএফপি

মেসি দুর্দান্ত এক নেতা—স্কালোনি সেই প্রমাণ মাঠেই পেয়েছেন। কিন্তু মাঠের বাইরে মেসির সতীর্থদের উদ্বুদ্ধকরণ যে অসাধারণ ছিল, সেটি বলেছেন স্কালোনি। কিন্তু যে বিষয়টি তাঁকে সবচেয়ে অবাক করত, সেটি হচ্ছে মেসি কীভাবে যেকোনো খেলোয়াড়ের মধ্যে প্রেরণাটা ছড়িয়ে দিতে পারতেন খুব সহজেই, ‘মেসি দুর্দান্ত একজন অধিনায়ক। সে যখন কথা বলে, তখন সে একেবারে সঠিক কথাটাই বলে। সে কাউকে কথা বলে যেভাবে অনুপ্রাণিত করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, সত্যি বলছি, তা আমার কাছে অবিশ্বাস্য লেগেছে।’

আরও পড়ুন
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে অধিনায়ক লিওনেল মেসি
এএফপি

আর্জেন্টাইন ফুটবলে এ মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন—স্কালোনি নিজের চুক্তির মেয়াদ বাড়াবেন কি না! গত ৩১ ডিসেম্বর আর্জেন্টিনার কোচ হিসেবে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তার মানে কাগজে-কলমে তিনি এখন আর আর্জেন্টিনা দলের সঙ্গে নেই। অথচ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তাঁর নতুন চুক্তির কথা উঠেছে বিশ্বকাপের আগেই। মেসি-দি মারিয়ারা বিশ্বকাপ জিতে দেশে উদ্‌যাপন সেরে নিজ নিজ ক্লাবে যোগ দিয়ে মাঠেও নেমে গেছেন, কিন্তু স্কালোনির নতুন চুক্তি এখনো আলোর মুখ দেখেনি। সম্প্রতি স্প্যানিশ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এ চুক্তি নিয়ে কিছু কথা বলেছেন স্কালোনি, ‘কিছুদিনের মধ্যেই বুয়েনস এইরেসে যাব। সভাপতির সঙ্গে বসে আমরা যে চুক্তিতে পৌঁছাতে চাই, সেই চেষ্টা করব। এটাই ভেবেছি। তবে কবে যাব, সেটি ঠিক করিনি।’

আরও পড়ুন
আরও পড়ুন