চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের গোলপোস্টে দাঁড়াবেন কে—লুনিন না কোর্তোয়া
৯ মাস পর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন থিবো কোর্তোয়া। ৪ মে লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের গোলপোস্টের নিচে দেখা গেছে তাঁকে। এর এক দিন আগে কোর্তোয়ার ফেরার বিষয়টি নিশ্চিত করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
৩১ বছর বয়সী কোর্তোয়া হাঁটুতে এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোট নিয়ে পুরো মৌসুমই মাঠের বাইরে ছিলেন। এর মধ্যে গত মার্চে আবার চোটে পড়ায় আরও একবার চিকিৎসকের ছুরির নিচে যেতে হয় তাঁকে।
তবে দুঃসময় পেছনে ফেলে শেষ পর্যন্ত মাঠে নেমেছেন কোর্তোয়া। বেলজিয়ান এই গোলরক্ষকের ফেরার বিষয়টি নিশ্চিত করে সে সময় আনচেলত্তি বলেছিলেন, ‘হ্যাঁ, থিবো (কোর্তোয়া) ভালো আছে। লম্বা সময়ের অনুপস্থিতির পর সে খেলবে। কোর্তোয়া মাঠে নামার অপেক্ষায় আছে। আমরাও তাকে ফিরতে দেখে আনন্দিত।’ পরে আনচেলত্তির কথামতো কাদিজের বিপক্ষে মাঠে নেমে পুরো ৯০ মিনিট খেলেছেন কোর্তোয়া এবং দারুণ নৈপুণ্যে ২টি গোলও বাঁচান।
কোর্তোয়া কাদিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেও চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বেঞ্চেই দেখা যায় তাঁকে। সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের ফিরতি লেগের সেই ম্যাচে আন্দ্রি লুনিনের পোস্ট সামলানোর কথা অবশ্য আগেই নিশ্চিত করেছিলেন আনচেলত্তি। তবে রিয়াল বায়ার্নকে পেছনে ফেলে ফাইনাল খেললে, গোলরক্ষক হিসেবে কাকে খেলাবেন, সে ব্যাপারে নিশ্চিত নন বলেও মন্তব্য করেন ইতালিয়ান এই কোচ, ‘যে ফাইনালের কথা আমাদের মাথায় আছে, সেটি হচ্ছে বুধবার বায়ার্নের বিপক্ষে ম্যাচটি। সে ম্যাচে (আন্দ্রি) লুনিনই খেলবে। এরপর আমরা দেখব।’
এরপর নিজের কথার ব্যাখ্যা দিয়ে আনচেলত্তি আরও বলেছিলেন, ‘আপনারা জানতে চাইছেন, কোর্তোয়া ফাইনালে খেলবে কি না, তা–ই তো? আমরা এখনো বিষয়টা নিয়ে ভাবিনি। আমাদের ফাইনাল বুধবার। এক মাসের মধ্যে কী হতে পারে, তা নিয়ে ভাবছি না। আশা করছি যে সেটা নিয়ে ভাবতে পারব। কারণ, এর মানে হচ্ছে আমরা ফাইনালে সুযোগ পেয়েছি।’
হ্যাঁ, আনচেলত্তির রিয়ালই এখন চ্যাম্পিয়নস লিগে ফাইনালে। বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের সেই ম্যাচে ২-১ গোলে জিতেছে তারা। ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। এখন ১ জুন রাতের সেই ফাইনালে কোর্তোয়া নাকি লুনিন, কাকে খেলাবেন, সেটি নিয়ে এখন ভাবতেই হচ্ছে আনচেলত্তিকে।
বিষয়টি নিয়ে রীতিমতো মধুর সমস্যাতেই পড়েছেন আনচেলত্তি। কোর্তোয়ার জায়গায় সুযোগ পেয়ে চলতি মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লুনিন। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ কিছু গোল বাঁচিয়ে রিয়ালকে উদ্ধার করেছেন এই গোলরক্ষক। ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচে ৮টি গোল বাঁচিয়েছেন লুনিন। শুধু তা-ই নয়, পরে টাইব্রেকারে ঠেকিয়েছেন পেনাল্টি শটও।
এরপর বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালেও দারুণ কিছু গোল বাঁচিয়েছেন লুনিন। চলতি মৌসুমে ৩০ ম্যাচে গোলকিপিং করে ১২ ম্যাচে ক্লিনশিট রেখেছেন ইউক্রেনিয়ান এই গোলরক্ষক। তাঁর উন্নতিতে আনচেলত্তিসহ অন্য কোচিং স্টাফরাও সন্তুষ্ট। সব মিলিয়ে এমন দুর্দান্ত ছন্দে থাকা গোলরক্ষককে বেঞ্চে বসানো তাই মোটেই সহজ হবে না রিয়াল কোচের জন্য। তবে সূত্রের বরাত দিয়ে খেলাধুলাভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেটিক জানিয়েছে, কঠিন কাজটিই হয়তো করতে যাচ্ছেন আনচেলত্তি। অর্থাৎ ফাইনালে লুনিনের বদলে কোর্তোয়াকে খেলানোর কথাই নাকি ভাবছেন আনচেলত্তি।
কোর্তোয়া এ সময়ের অন্যতম সেরা গোলরক্ষক। বড় মঞ্চেও পরীক্ষিত বটে। ফিট কোর্তোয়া নিশ্চিতভাবেই যেকোনো কোচের প্রথম পছন্দ। বেলজিয়ান এই গোলরক্ষক বর্তমানে নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে কঠোর পরিশ্রমও করে যাচ্ছেন। মূলত অভিজ্ঞতা ও বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে বেশি প্রাধান্য পাচ্ছেন কোর্তোয়া। তাই ফিট থাকলে শেষ পর্যন্ত ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের নায়ককেই হয়তো দেখা যাবে রিয়ালের পোস্টের নিচে। তবে আনচেলত্তি শেষ পর্যন্ত কাকে সুযোগ দেন, আনুষ্ঠানিকভাবে সে খবর পেতে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।