রিয়ালের হয়ে ১২ ফাইনালে ১৪ গোল ভিনিসিয়ুসের

আবারও ফাইনালে গোল করলেন ভিনিসিয়ুস জুনিয়রএএফপি

রিয়াল মাদ্রিদের জার্সিতে ফাইনাল খেলতে নামলে ভিনিসিয়ুস জুনিয়র যেন নিজের আসল রূপে দেখা দেন। গত পরশু ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতা ব্রাজিলিয়ান তারকা গতকাল রিয়ালের হয়ে কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে ফিফা আন্তমহাদেশীয় কাপের ফাইনাল খেলতে নেমেছিলেন।

পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে রিয়াল। ৩ গোলের ১টি নিজে করেছেন ভিনিসিয়ুস। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করার আগে ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোলটিতে সহায়তা করেছেন ব্রাজিলিয়ান তারকা।

ওই যে লেখার শুরুতেই বলা হলো, রিয়ালের জার্সিতে ফাইনাল মানেই ভিনিসিয়ুসের রুদ্ররূপ! গতকালেরটি নিয়ে রিয়ালের হয়ে এখন পর্যন্ত ১২টি ফাইনাল খেলেছেন ভিনিসিয়ুস।

ভিনিসিয়ুস জুনিয়র
রয়টার্স

এই ১২ ফাইনালে সব মিলিয়ে ১৪ গোল করেছেন ভিনি। রিয়ালের হয়ে সর্বশেষ ৬টি ফাইনালে গোল করেছেন ৭টি, অ্যাসিস্ট ৪টি।

ফাইনালে ভিনিসিয়ুসের পারফরম্যান্স যেমন

ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৪—রিয়াল-পাচুকা—এক গোল ও এক সহায়তা

ইউরোপিয়ান সুপার ২০২৪—রিয়াল-আতালান্তা—এক সহায়তা

চ্যাম্পিয়নস লিগ ২০২৩-২৪—রিয়াল-ডর্টমুন্ড—এক গোল

স্প্যানিশ সুপার কাপ ২০২৪—রিয়াল-বার্সেলোনা—তিন গোল

কোপা দেল রে ২০২৩—রিয়াল-ওসাসুনা—এক সহায়তা

ক্লাব বিশ্বকাপ ২০২৩—রিয়াল-আল হিলাল—দুই গোল ও এক সহায়তা

চ্যাম্পিয়নস লিগ ২০২১-২২—রিয়াল-লিভারপুল—এক গোল

ইউরোপিয়ান সুপার কাপ ২০২২—রিয়াল-ফ্রাঙ্কফুর্ট—এক গোল

ক্লাব বিশ্বকাপ ২০১৮—রিয়াল-আল আইন—এক সহায়তা