১২২০ কোটি টাকায় আতলেতিকোতে যাচ্ছেন আলভারেজ
শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ। তাঁর গন্তব্য স্পেন—আতলেতিকো মাদ্রিদ। ইংলিশ ক্লাবটি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে বিক্রি করছে চড়া দামে, বেশ মুনাফা করে। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তিটা ৯৫ মিলিয়ন ইউরোর। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১২২০ কোটি টাকা।
২০২২ সালে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে ১৪ মিলিয়ন ইউরোর চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন আলভারেজ। সেটি জানুয়ারিতে। তিনি কী তখন জানতেন, বছরের শেষটা তাঁর কীভাবে হবে? ডিসেম্বরে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। দেশের বিশ্বজয়ে অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি। এর আগে কিছুদিনের জন্য রিভারপ্লেটে ধারে ফিরেছিলেন। সিটিতে ফিরে দুই মৌসুমে গোল করেছেন ৩৬টি।
এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন সিটির হয়ে। এই তো কিছুদিন আগে জিতলেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা। তবে এটা ঠিক, সিটির হয়ে একেবারেই নিয়মিত খেলার সুযোগ পাননি, যা খেলেছেন সেটি আর্লিং হলান্ডের বদলি হিসেবে, বিকল্প হিসেবে।
আতলেতিকো গেলে আলভারেজ কি নিয়মিত খেলার সুযোগ পাবেন? আলভারো মোরাতা যদি আতলেতিকো ছেড়ে এসি মিলানে যান, তাহলে আলভারেজই হবেন আক্রমণে দলের মূল কান্ডারি। সেই সঙ্গে আতলেতিকোতে আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে তো আছেনই। তবে সিটি আলভারেজকে বিক্রি করে ৯৫ মিলিয়ন আয় করলেও আলভারেজের বিকল্প খেলোয়াড় খুঁজে বের করাটা তাদের বড় চ্যালেঞ্জ।
আতলেতিকো এবারের মৌসুমে দলের শক্তি বাড়িয়ে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মতো শীর্ষ দুই ক্লাবকে চ্যালেঞ্জ জানাতে চাচ্ছে। গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল তারা। এরই মধ্যে তারা ২০২৪ ইউরোজয়ী স্প্যানিশ তারকা রবিন লে নরমাঁকে দলে নিয়েছে। একই সঙ্গে দলে নিয়েছে নরওয়ের আলেকজান্ডার সরলথকে।