মেসি যেন আমার সামনে না পড়ে—হুমকি দিলেন মেক্সিকান বক্সার
মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল বাঁচা-মরার লড়াই। হারলেই বিদায় নিতে হতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে। কিন্তু লিওনেল মেসির ঝলকে বাধাটা উতরে গেছে আর্জেন্টিনা। নিজে গোল করার পাশাপাশি এনজো ফার্নান্দেসকে দিয়েও গোল করিয়েছেন।
পরশু এমন জয়ের পর ড্রেসিংরুমে বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠেছিল আর্জেন্টিনা। সেখানেই মেসিদের উদ্যাপনের সময় মেক্সিকো জাতীয় দলের জার্সি অসম্মানিত হয়েছে বলে মনে করেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। চারটি ওজনশ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সার মেসিকে হুমকির সুরে সতর্কও করে দিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ মেসিদের ড্রেসিংরুমে উদ্যাপনের ভিডিও প্রকাশ করেছে। মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে গানে মেতে উঠেছিল আর্জেন্টিনা দল। সমবেত সংগীত আর উচ্ছ্বাসে ভেসেছে লিওনেল স্কালোনির দল। মেসি তখন নিজ জায়গায় বসে বুট খুলছিলেন।
বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন আর্জেন্টাইন তারকা। ভিডিওটি দেখে প্রতিপক্ষ দলের জাতীয় পতাকাকে অসম্মান করার মতো কিছু মনে হয়নি। স্রেফ কাজের সময় সুবিধার্থে পাশেই পড়ে থাকা অন্য কিছু যেভাবে সরিয়ে রাখা হয়, মেসিও সেভাবেই পা দিয়ে জার্সিটি সরিয়ে রাখেন।
‘পাউন্ড ফর পাউন্ড’ লড়াইয়ে বর্তমান মুষ্টিযোদ্ধাদের মধ্যে গত মে মাসেও বিশ্বসেরা হওয়া ক্যানসেলো আলভারেজ অবশ্য তা মেনে নিতে পারেননি। এ নিয়ে বেশ কয়েকটি টুইট করেন, ‘আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন?’
আরেকটি টুইটে আলভারেজ লিখেছেন, ‘আমার সামনে যেন তাকে পড়তে না হয়, সেজন্য তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত।’ শুধু এ দুই টুইটেই থামেননি ‘সুপার মিডলওয়েট’-এ ইতিহাসের প্রথম ও একমাত্র বক্সার হিসেবে ‘আনডিসপুটেড চ্যাম্পিয়ন’ হওয়া ক্যানেলো আলভারেজ।
আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘ভক্তদের বিষয়টি আলাদা। আমরা তো অন্যের কাছে উদাহরণ। এত বেশি বেশি কোরো না...।’ নিজের রাগটা সরাসরি এভাবেই প্রকাশ করেছেন আলভারেজ, ‘সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সে যেন আমার সামনে না পড়ে।’
আলভারেজ আরেকটি টুইটে লিখেছেন, ‘আর্জেন্টিনাকে আমি যেমন শ্রদ্ধা করি, সেটা মেক্সিকোকেও করতে হবে তোমাকে। আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, আমি মেসির কথা বলছি...।’ টুইটের বাকি অংশ প্রকাশের অযোগ্য।
আলভারেজ দেশের পতাকা অসম্মানের অভিযোগ তুললেও ভিডিওতে মেসির আশপাশে কোথাও মেক্সিকোর জাতীয় পতাকা ছিল না। মেক্সিকোর জাতীয় পতাকা তখন মেঝেতে পড়ে ছিল, কারণ জয়ের আনন্দে সবাই মাতোয়ারা ছিলেন এবং খেলোয়াড়দের দু-একটি জার্সিসহ তখন আরও অনেক কিছুই ড্রেসিংরুমের মেঝেতে পড়ে ছিল।
ম্যাচে মেসির সঙ্গে মেক্সিকোর কোনো খেলোয়াড় জার্সি অদলবদল করেছেন, তা জানা যায়নি। জার্সি অদলবদল না করলে মেক্সিকোর জার্সি আর্জেন্টিনার ড্রেসিংরুম পর্যন্ত আসার কথা নয়।