‘অ্যান্টি–মার্তিনেজ’ পেনাল্টি নিয়ম নিয়ে যা বললেন মার্তিনেজ

বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ হাতে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজছবি: রয়টার্স

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতির আলোকে ফুটবলের বিভিন্ন নিয়মে পরিবর্তন আসাটা নতুন কিছু নয়। এ বছরের জুলাইয়েও কার্যকর হয়েছে কিছু নতুন নিয়ম। এর মধ্যে পেনাল্টি শুটে গোলকিপারের কার্যক্রম–সম্পর্কিত যে নিয়ম, সেটিকে বলা হচ্ছে ‘অ্যান্টি-মার্তিনেজ রুল’।

২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টির সময় আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ যেসব ‘কৌশল’ খাটিয়েছিলেন, সেসব ঠেকাতেই ফুটবলে নতুন নিয়ম চালু হয়েছে। যেহেতু খুব বেশি গোলকিপার এভাবে খেলেন না, নতুন নিয়মের মূল লক্ষ্য মার্তিনেজই বলে অনেকের ধারণা। তবে অ্যাস্টন ভিলার এই গোলকিপার এটি নিয়ে চিন্তিত নন। সিদ্ধান্তটি নিতে ফিফার ‘অনেক দেরি হয়ে গেছে’ মন্তব্য করে বলেছেন, যে সব সেভ দরকার ছিল, সেটা তিনি করে ফেলেছেন।

দরকারি সেভ বলতে মার্তিনেজ মূলত কাতার বিশ্বকাপ ফাইনালের কথা বুঝিয়েছেন। গত বছরের ১৮ ডিসেম্বর আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে একটি শট রুখে দেন মার্তিনেজ। এ ছাড়া ফ্রান্সের আরেকটি শট মিস হয় পোস্টের বাইরে মারার কারণে। বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারের পুরো সময়ের ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, ফ্রান্সের খেলোয়াড়রা শট নিতে এলে তাঁদের মনোযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছেন মার্তিনেজ।

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের একটি শট প্রতিহত করেন এমিলিয়ানো মার্তিনেজ
ছবি: এএফপি

কখনো সামনে গিয়ে কথা বলে, কখনো বল দূরে ফেলে দিয়ে আবার কখনো অযথা সময় নষ্ট করে। টাইব্রেকারের মতো স্নায়ুক্ষয়ী মুহূর্তে ফ্রান্সের দুটি শট মিস হওয়ার পেছনে মার্তিনেজের এসব আচরণ ছিল মূল প্রভাবক।

এর আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২০২১ কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষেও মার্তিনেজের অনুরূপ কর্মকাণ্ড দেখা গিয়েছিল।

বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার জেতেন এমিলিয়ানো মার্তিনেজ
ছবি: এএফপি

সব মিলিয়ে টাইব্রেকারে জেতার জন্য মার্তিনেজের এসব ‘কৌশল’ প্রয়োগকে অসাধুতা হিসেবে দেখেছে ফিফা। এরপর ফুটবলের নিয়ম নিয়ে কাজ করা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড টাইব্রেকার নিয়মে গোলকিপারের আচরণে বিশেষ ধারা যোগ করে। নতুন নিয়মে পেনাল্টির সময় গোলকিপারের নড়াচড়াকে সীমিত করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় লেখা হয়েছে, ‘গোলকিপার অবৈধভাবে এমন কিছু করতে পারবেন না, যাতে কিকারের মনোযোগ বিচ্যুত হয়। যেমন পেনাল্টি সম্পন্নের প্রক্রিয়ায় বিলম্ব ঘটানো, পোস্ট, ক্রসবার বা জাল স্পর্শ করা।’

আরও পড়ুন

শুক্রবার আর্জেন্টিনার উবার্না প্লে রেডিওর এক অনুষ্ঠানে নতুন নিয়মটি নিয়ে মার্তিনেজকে জিজ্ঞেস করা হয়। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষক প্রতিক্রিয়ায় বলেন, ‘ব্যাপারটা আমি পছন্দ করি। কারণ, তারা সব সময় একটা না একটা ছুতা খুঁজতে থাকে। আমি তো পরিবার ও বন্ধুদের বলেছি, এটা (নতুন নিয়ম) কোনো ব্যাপার না। আমরা এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছি। তারা খুব দেরি করে ফেলেছে।’

গোলকিপিং–সংশ্লিষ্ট নতুন নিয়মটি কিকারের প্রতি পক্ষপাতপূর্ণ হয়েছে বলে মনে করেন মার্তিনেজ। যদিও এখন আর তাঁর কিছু পাওয়ার নেই বলেও মন্তব্য করেছেন, ‘যে সব সেভ দরকার ছিল, সেটা আমি করে ফেলেছি।’

আরও পড়ুন