ভিনিসিয়ুস ব্যালন ডি’অর পাচ্ছেন না, কীভাবে জানল রিয়াল
বিশ্ব ফুটবলে ব্যাপারটা গতকাল সন্ধ্যার পর থেকে ‘ওপেন সিক্রেট’ হয়ে পড়ে। কীভাবে যেন সবাই জেনে যান, ভিনিসিয়ুস জুনিয়র নন, ব্যালন ডি’অর জিততে চলেছেন রদ্রি।
শেষ পর্যন্ত হয়েছেও তাই। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুসকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
অথচ মাসখানেক ধরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস। স্বীকৃতিটা তিনিই পেতে যাচ্ছেন—এমন দাবিও করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। কিন্তু ভিনিসিয়ুস তা পাচ্ছেন না, নিশ্চিত হওয়ার পরই ব্যালন ডি’অর অনুষ্ঠান বর্জন করে প্যারিসে না যাওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ।
রিয়ালের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়, ‘পুরস্কার দেওয়ার যে মানদণ্ড, তার ওপর ভিত্তি করে বিজয়ী হিসেবে যদি ভিনিসিয়ুসকে বেছে না নেওয়া হয়, তাহলে একই মানদণ্ড বিচারে দানি কারভাহালকে (রিয়ালের ডিফেন্ডার) বিজয়ী হিসেবে চিহ্নিত করা উচিত। যেহেতু এমন কিছু হয়নি, তাই এটা পরিষ্কার যে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ ও উয়েফা রিয়াল মাদ্রিদকে সম্মান করে না। আর যেখানে সম্মান নেই, রিয়াল মাদ্রিদ সেখানে যায় না।’
এখন প্রশ্ন হলো, রিয়াল মাদ্রিদ কীভাবে আগেভাগেই জেনে গেল ভিনি নন, ব্যালন ডি’অর পাচ্ছেন রদ্রি? বিষয়টি ফাঁস করেছেন স্প্যানিশ সাংবাদিক ও রিয়ালের ঘনিষ্ঠ হোসে লুইস সানচেজ।
গত রাতে ‘এল চিরিংগিতো’ টিভিতে সানচেজ জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির পক্ষ থেকেই রিয়াল মাদ্রিদের স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সিটিই জানিয়ে দেয়, তাঁদের জাতীয় দলের সতীর্থ রদ্রি ব্যালন ডি’অর জিততে চলেছেন।
যদিও ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’–এর দাবি, তারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত বিজয়ীর নাম গোপন রেখেছে। বিখ্যাত এই সাময়িকী বলেছে, ‘পুরস্কারটি কে জিতবেন, তা কোনো খেলোয়াড় কিংবা ক্লাব আগেভাগে জানেন না।’