ভিনিসিয়ুস ও রুডিগারকে বর্ণবাদী আক্রমণের দায়ে এক ব্যক্তিকে ৮ মাসের স্থগিত কারাদণ্ড

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র (বাঁয়ে) ও আন্তোনিও রুডিগারএক্স

রিয়াল মাদ্রিদের দুই তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ও আন্তোনিও রুডিগারকে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী আক্রমণের দায়ে এক ব্যক্তিকে আট মাসের স্থগিত কারাদাণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। গতকাল রিয়াল এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শাস্তি পাওয়া সেই ব্যক্তি আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ও আন্তোনিও রুডিগারের বিরুদ্ধে গুরুতর বর্ণবাদী আক্রমণ এবং তাঁদের অপমান করেছে। ওই ব্যক্তি মার্কা সংবাদপত্রের ডিজিটাল ফোরামে বিভিন্ন ছদ্মনামে অভিনয় করে থাকেন। আদালত অভিযুক্তকে ৮ মাসের কারাদণ্ড এবং ২০ মাস ওই ফোরামে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছেন।’

অভিযুক্ত সেই ব্যক্তি রুডিগারের ধর্ম নিয়েও কটূক্তি করেছিলেন। এ কারণে আদালত বৈষম্যহীন কর্মসূচিতে অংশগ্রহণের শর্তে তাঁর কারাদণ্ডের সাজা স্থগিত করেছেন। অবশ্য স্পেনে সহিংস অপরাধ না করলে ২ বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবন্দী থাকতে হয় না।

আরও পড়ুন

২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে বেশ কয়েকবার প্রতিপক্ষ সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস। গত মৌসুমে এর মাত্রা আগের সবকিছুকে ছাড়িয়ে যায়। রিয়াল মাদ্রিদ জানিয়েছে, এটি তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের জন্য দ্বিতীয় অপরাধমূলক শাস্তি।

ভিনিসিয়ুসকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করায় গত জুনে ভ্যালেন্সিয়ার ৩ সমর্থককে কারাদণ্ড দেওয়া হয়
এক্স

গত বছরের মে মাসে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে ক্লাবটির সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হন ভিনিসিয়ুস। এ ঘটনায় গত ১০ জুন ভ্যালেন্সিয়ার ৩ সমর্থককে ৮ মাস করে কারাদণ্ড দেন স্পেনের আদালত। সেই সঙ্গে তাদের ক্লাবের সদস্যপদ বাতিল করা হয় এবং ২ বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।