রিয়াল মাদ্রিদ ‘ক্ষমতাসীনদের দল, ঐতিহাসিকভাবে তারাই সুবিধা পেয়ে আসছে’
অভিযোগটি ওঠার প্রায় দুই মাস পর আজ সংবাদ সম্মেলন ডেকে তা নিয়ে কথা বলেছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। অভিযোগটা গুরুতর। জানা না থাকলে আবারও জানিয়ে রাখা ভালো। বার্সার বিরুদ্ধে রেফারিকে টাকা দেওয়ার অভিযোগ গঠন করেছেন স্পেনের আইনজীবীরা। দুর্নীতির জন্য এই টাকা দেওয়া হয়েছে এমন অভিযোগ।
তা নিয়ে স্প্যানিশ ফুটবলে তোলপাড় চলছে আর সেটা নিয়েই রিয়াল মাদ্রিদ গত মাসে নিজের অবস্থান জানিয়েছিল। ক্লাবটির বিবৃতিতে দাবি করা হয়, এই ঘটনায় রিয়ালও ‘ক্ষতিগ্রস্ত’ হবে এবং আইন অনুযায়ী বিচারের কথাও বলা হয়। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সে কথারই জবাবটা আজ দিয়েছেন লাপোর্তা। আর জবাব দিতে গিয়ে রিয়ালকে ‘ক্ষমতাসীনদের দল’ বলে খোঁচা মেরেছেন বার্সা সভাপতি।
প্রায় ৩৫ মিনিটব্যাপী সংবাদ সম্মেলনে লাপোর্তা ঘুরেফিরে কিছু কথাই বারবার বলেছেন। খেলার মাঠে সুবিধা পেতে বার্সা কখনো এমন দুর্নীতি করেনি। রেফারির কাছে অনৈতিক সুবিধা পেতে টাকা দেওয়া হয়নি। এসব বিষয়ে কথা বলতে গিয়ে উয়েফা ও লা লিগার ওপর ক্ষোভও ঝেড়েছেন লাপোর্তা। ছেড়ে দেননি রিয়ালকেও। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি একটি ক্লাবের কথা বলতে চাই। সেই ক্লাবটি রিয়াল মাদ্রিদ। এই ক্লাব ঐতিহাসিকভাবে সব সময়ই সুবিধা পেয়ে এসেছে এবং এটা ছিল ক্ষমতাসীনদের ক্লাব।’
লাপোর্তা এরপর বলেছেন, ‘আপনাদের মনে করিয়ে দিতে চাই ৭০ বছর ধরে রেফারিদের যাঁরা নিয়োগ দিয়েছেন, তাঁদের বেশির ভাগই হয় রিয়ালের পরিচালক, সদস্য কিংবা খেলোয়াড় ছিলেন। সেই রিয়াল মাদ্রিদ এই মামলায় নিজেদের উপস্থাপন করেছে এভাবে যে খেলাধুলায় দুর্নীতির শিকার হচ্ছে। এটা আসলে চিন্তার দৈন্যতার সর্বোচ্চ প্রকাশ। আর সেটাও বার্সা ইতিহাসে সেরা সময় পার করার পর।’
লাপোর্তা স্পষ্ট করেই বলেছেন, ‘আমরা সবাই জানি, রিয়াল মাদ্রিদ ঐতিহাসিকভাবেই সুবিধা পেয়ে আসছে। নিজেদের ক্ষতিগ্রস্ত হিসেবে পেশ করাটা আসলে চিন্তার দৈন্যতা ছাড়া আর কিছু না।’ বার্সা সভাপতি জানিয়েছেন, এতে রিয়ালের সঙ্গে সম্পর্ক ভেঙে না পড়লেও ক্ষতিগ্রস্ত হয়েছে, ‘রিয়ালের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত (ভাঙেনি) হয়েছে, অবশ্য সেটা আরও অনেক ক্লাবের সঙ্গেই হয়েছে।’
বার্সার বিরুদ্ধে রেফারিকে টাকা দেওয়ার অভিযোগ এখনো যাঁদের কানে ওঠেনি, তাঁদের জানার সুবিধার জন্য ঘটনাটা আবারও বলা যায়। স্প্যানিশ আইনজীবীরা বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭৩ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা) দেওয়ার অভিযোগ গঠন করেন।
এই রেফারি স্প্যানিশ রেফারিং কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিক নেগ্রেইরা। তাঁর প্রতিষ্ঠানকে ওই ১৯ বছরে ৮৪ কোটির বেশি টাকা দেয় বার্সা। স্পেনের আইনজীবীরা এ নিয়ে বার্সার বিরুদ্ধে খেলাধুলায় দুর্নীতি ও ব্যবসায়িক কাগজপত্র জালিয়াতির অভিযোগ তুলে মামলা করেছেন। উয়েফাও এই অভিযোগের তদন্ত করছে।
তবে বার্সা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, রেফারিকে দিয়ে দুর্নীতি করাতে এই টাকা দেওয়া হয়নি। খেলোয়াড় ও রেফারিং নিয়ে কৌশলগত পরামর্শের জন্য টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছিল কাতালান ক্লাবটি।